Image description
 

আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে সমন্বিত রেলওয়ে প্রকল্প হাতে নিয়েছে ছয় আরব দেশ। দেশগুলো হলো- সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েত। গাল্ফ রেলওয়ে প্রোজেক্ট বা উপসাগরীয় রেলওয়ে প্রকল্প নামে বিশাল এই রেল নেটওয়ার্কের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। ২,১৭৭ কিলোমিটার রেল নেটওয়ার্কের এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে মোট ২৫০ বিলিয়ন ডলার, যা অংশগ্রহণকারী দেশগুলো আনুপাতিকভাবে বহন করবে। খবর আরব টাইমসের।
এই নেটওয়ার্কের যাত্রীবাহী ট্রেনগুলো ঘণ্টায় ২২০ কিলোমিটার গতিতে চলবে। আর মালবাহী ট্রেনগুলো চলবে ১২০ কিলোমিটার গতিতে। ২০৩০ সালের মধ্যে এই প্রকল্প সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই রেলওয়ে নেটওয়ার্ক প্রকল্পে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে কুয়েত। এরই মধ্যে সম্পন্ন হয়েছে দেশটির প্রধান রেলওয়ে স্টেশনের নকশার প্রথম ধাপ। বুধবার এক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে উপসাগরীয় রেলওয়ে প্রকল্প। সম্প্রতি দেশটির প্রধান রেলওয়ে স্টেশনের নকশার প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে।

 

প্রকল্পের প্রথম ধাপে সৌদি আরবের নুওয়াইসিব সীমান্ত থেকে কুয়েত সিটি পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে। লাইনটি সপ্তম রিং রোড অতিক্রম করে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের পেছন দিয়ে যাবে। এরপর সিল্ক সিটি হয়ে পৌঁছাবে উত্তরের মুবারক আল-কবীর বন্দরে। এই ধাপে মোট ১৫৪ কিলোমিটার রেললাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রধান স্টেশনটি প্রায় ২০ লাখ বর্গমিটার জমির ওপর গড়ে উঠবে। যার জন্য প্রায় ২৫ লাখ দিনার বরাদ্দ অনুমোদন করেছে সরকার। এই প্রকল্প বাস্তবায়িত হলে কুয়েত উপসাগরীয় অঞ্চলের সঙ্গে যুক্ত হবে এক নতুন পরিবহন অধ্যায়ে। এটি কেবল আঞ্চলিক সংযোগই নয় বরং বৈশ্বিক লজিস্টিক মানচিত্রে কুয়েতকে কৌশলগতভাবে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। সেইসঙ্গে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে বহু মানুষের জন্য।