Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তিনি শপথ অনুষ্ঠানস্থল ক্যাপিটলে পৌঁছেছেন। ইতোমধ্যে শুরু হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।

সোমবার (২০ জানুয়ারি) নিয়ম অনুসারে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়েছেন দেশ-বিদেশের রাষ্ট্রনায়ক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। 

এর আগে হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। এরপর তারা ক্যাপিটলের উদ্দেশে একই গাড়িতে করে রওনা হন।  

তাদের গাড়ির সামনে ও পেছনে অন্যান্য গাড়িতে পুলিশ ও সিক্রেট সার্ভিসের বহু সদস্যরা ছিলেন। তারা যে সড়ক দিয়ে যাচ্ছিলেন, সেটির দুই পাশে নিরাপত্তাকর্মীদের মোতায়েন করা হয়।

এরইমধ্যে ক্যাপিটলের শপথ অনুষ্টানস্থলে নিমন্ত্রিতরা জড়ো হতে শুরু করেছেন। তাদের মধ্যে ইলন মাস্ককেও দেখা গেছে। রিপাবলিকান আইনপ্রণেতারা একে একে ক্যাপিটলে আসছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ ও বিল ক্লিনটনও শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

ট্রাম্পের আসন্ন প্রশাসন ইঙ্গিত দিয়েছে, তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করবেন। এর পাশাপাশি আরও বেশ কিছু নির্বাহী আদেশের পরিকল্পনা রয়েছে, যা শপথের পর দিনের শেষভাগে ঘোষণা করা হবে।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির ৪৭তম প্রেসিডেন্টের শপথ নিচ্ছেন ট্রাম্প; যার মধ্য দিয়ে ২৪৮ বছরের মার্কিন ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসাবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসের মসনদে বসছেন তিনি।