শনিবার রাতে লন্ডন থেকে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে যাওয়ার একটি ট্রেনে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ গতকাল একথা জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। হামলার কারণ ও উদ্দেশ্য জানতে তদন্ত চলছে এবং ঘটনাটিকে ‘বড় ধরনের ঘটনা’ (মেজর ইন্সিডেন্ট) ঘোষণা করা হয়েছে। ঘটনার পর কাউন্টার টেররিজম পুলিশিং এজেন্সি ট্রান্সপোর্ট পুলিশের সঙ্গে তদন্তে সহায়তা করছে। তবে এখনই হামলার কারণ সম্পর্কে অনুমান করা অনুচিত, বলে মন্তব্য করেছেন ট্রান্সপোর্ট পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট ক্রিস কেসি।
ঘটনাটি ঘটে স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে (জিএমটি), যখন ট্রেনটি ক্যামব্রিজের উত্তর-পশ্চিমে অবস্থিত হান্টিংডন স্টেশনে থামে। সেখানে পুলিশ ও জরুরি চিকিৎসা দল দ্রুত পৌঁছে আহতদের উদ্ধার করে।
ক্যামব্রিজশায়ার পুলিশ ঘটনাস্থল থেকে দুই সন্দেহভাজনকে আটক করেছে। তবে তাদের পরিচয় বা অভিযোগের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, বহু অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার ও বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলা দল ঘটনাস্থলে পাঠানো হয়েছিল এবং আহতদের হাসপাতালে নেয়া হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ঘটনাটিকে ‘ভয়াবহ ও উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়ে আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে, লন্ডন নর্থ ইস্টার্ন রেলওয়ে (এলএনইআর) ওই রুটে ‘ডু নট ট্রাভেল’ সতর্কতা জারি করেছে। কিছু ট্রেন চলাচল রোববারও বন্ধ বা বিলম্বিত হতে পারে বলে জানানো হয়েছে।
সূত্র : এনবিসি নিউজ।