চীনের প্রেসিডেন্ট শিং জিনপিং-এর সঙ্গে প্রায় সবকিছুতেই একমত হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে ওঠার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি ও চীনের প্রেসিডেন্ট শি প্রায় সব বিষয়েই একমত হয়েছেন, যদিও সব ইস্যু নিয়ে আলোচনা করা হয়নি।
ট্রাম্প জানান, এনভিডিয়া চীনে চিপ বিক্রি করার বিষয়ে আলোচনা হয়েছে, তবে তাতে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তিনি আরো স্পষ্ট করেন, আলোচনায় যে চিপগুলোর কথা হয়েছে, সেগুলো এনভিডিয়ার সবচেয়ে উন্নত ব্ল্যাকওয়েল এআই চিপ নয়।
তিনি বলেন, আমরা চীনের রেয়ার আর্থ (দুর্লভ খনিজ) রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করেছি, এবং তারা এগুলোর সরবরাহ অব্যাহত রাখবে—যা বেশ গুরুত্বপূর্ণ।’
ট্রাম্প আরো জানান, চীনের ওপর আরোপিত বর্তমান শুল্কহার ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হয়েছে।