Image description

ভঙ্গুর যুদ্ধবিরতি পুনরায় চালু করার দাবি করার পরেও উত্তর গাজায় আরেকটি মারাত্মক হামলা চালিয়েছেই সরাইলি সেনাবাহিনী।এর আগের রাতে চালানো মারাত্মক বোমাবর্ষণের ফলে ইতিমধ্যেই কাঁপছিল অঞ্চলটি। খবর আল জাজিরার।
আল-শিফা হাসপাতাল জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ইসরাইলের সর্বশেষ বিমান হামলায় গাজার বেইত লাহিয়া এলাকায় কমপক্ষে দুইজন নিহত হয়েছে। ইসরাইল দাবি করেছে, তারা এমন একটি অস্ত্র মজুদ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যা তার সৈন্যদের জন্য তাৎক্ষণিক হুমকি ছিল।
এই হামলা গাজার ভঙ্গুর যুদ্ধবিরতিতে আরও অনিশ্চয়তা যোগ করেছে, যা ১০ অক্টোবর কার্যকর হওয়ার পর থেকে মঙ্গলবার রাতে ইসরাইলি বোমাবর্ষণের ভয়াবহতম পর্বে কাঁপিয়ে তুলেছিল।
মঙ্গলবার দক্ষিণ গাজার রাফায় একজন ইসরাইলি সৈন্য নিহত হওয়ার খবরের পর, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় শক্তিশালী প্রতিশোধমূলক হামলার নির্দেশ দেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর ফলে ১০৪ জন নিহত হয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরাইল দাবি করেছে যে হামাসের সিনিয়র যোদ্ধাদের লক্ষ্য করে তাদের হামলায় কয়েক ডজন লোক নিহত হয়েছে এবং তারপর বুধবারের মাঝামাঝি থেকে আবার যুদ্ধবিরতি পালন শুরু করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে সাম্প্রতিক হামলা সত্ত্বেও যুদ্ধবিরতি বিপন্ন নয়।
আঞ্চলিক মধ্যস্থতাকারী কাতার সহিংসতার বিষয়ে হতাশা প্রকাশ করেছে। তবে বলেছে যে মধ্যস্থতাকারীরা এখনও যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ের দিকে তাকিয়ে আছেন, যার মধ্যে হামাসের নিরস্ত্রীকরণও অন্তর্ভুক্ত।
শীর্ষনিউজ