Image description

গাজা সিটিতে ইসরায়েলি হামলা এবং ইসরায়েল ও হামাস উভয়ই একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করার পরেও গাজায় যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল মঙ্গলবার তিনি এই মন্তব্য করেছেন।

ভ্যান্স সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধবিরতি বহাল রয়েছে। এর অর্থ এই নয় যে, এখানে-সেখানে ছোটখাটো সংঘর্ষ হবে না।

’ তিনি আরো বলেন, ‘আমরা জানি যে হামাস বা গাজার অভ্যন্তরে অন্য কেউ একজন (ইসরায়েলি সামরিক) সেনাকে আক্রমণ করেছে। আমরা জানি ইসরায়েলিরা প্রতিক্রিয়া জানাবে, তবে আমি মনে করি তা সত্ত্বেও রাষ্ট্রপতি ট্রাম্পের শান্তিচুক্তি বহাল থাকবে।’

এদিকে দক্ষিণ রাফায় গুলি বিনিময়ের পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শক্তিশালী হামলার নির্দেশ দেওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনীর গাজাজুড়ে হামলায় কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যেখানে একজন ইসরায়েলি সেনা আহত হয়েছে।

মঙ্গলবারের হামলাগুলো ১০ অক্টোবর যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সহিংসতার সবচেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি।

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস। সেইসঙ্গে নিখোঁজ এক জিম্মির মরদেহ হস্তান্তর প্রক্রিয়া স্থগিত রাখার কথা জানিয়েছে হামাস। এক বিবৃতিতে তাঁরা সতর্ক করে বলেছে, ইসরায়েলের পক্ষ থেকে বড়সড় কোনও উস্কানি দেওয়া হলে গাজায় মৃতদেহ উদ্ধারের কার্যক্রম ব্যাহত হবে এবং বাকী ১৩ জন জিম্মির মরদেহ উদ্ধার বিলম্বিত হবে।

গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার উত্তর গাজা শহরের সাবরা পাড়ায় একটি আবাসিক ভবনে চালানো ইসরায়েলি হামলায় ৪ জন নিহত হন। অন্যদিকে দক্ষিণ খান ইউনিসে আরো ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র জানিয়েছে, এসব হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। 

সূত্র : রয়টার্স