ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে নারী বিশ্বকাপ চলাকালীন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে এক ব্যক্তি যৌন হয়রানি করার ঘটনাকে ‘সবার জন্য শিক্ষা’ বলে মন্তব্য করেছেন বিজেপির জ্যেষ্ঠ নেতা ও রাজ্যের মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়।
ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার সকালে। অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ছয় উইকেটে হারানোর পরের দিন দুই ক্রিকেটার হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিলেন। সে সময় এক মোটরসাইকেল আরোহী তাদের কাছে এসে অনুপযুক্ত আচরণ করেন। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়াও ঘটনাটি নিশ্চিত করেছে।
রবিবার এনডিটিভিকে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, ‘কখনও কখনও খেলোয়াড়রা বুঝতে পারে না তারা কতটা জনপ্রিয়। খেলোয়াড়দের সতর্ক থাকা উচিত। এই ঘটনাটি ঘটেছে, এটা আমাদের সবার জন্যই শিক্ষা। খেলোয়াড়দের জন্যও শিক্ষা।’
তিনি আরও বলেন, ‘নিরাপত্তার কিছু ঘাটতি ছিল, তবে খেলোয়াড়দেরও দায়িত্ব ছিল স্থানীয় প্রশাসনকে জানানো। তারা কাউকে কিছু বলেনি। তবে এই ঘটনার পর তারা শিক্ষা নেবে এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবে।’
মন্ত্রী আরও যোগ করেন, ‘যখনই কোনো খেলোয়াড় কোথাও যায়, এমনকি আমরা নিজেরাও কোথাও গেলে অন্তত একজন স্থানীয়কে জানাই। আমার মনে হয় এই ঘটনাটি মনে করিয়ে দেবে, ভবিষ্যতে কোথাও যাওয়ার আগে নিরাপত্তা বা স্থানীয় প্রশাসনকে জানানো উচিত, কারণ ক্রিকেটারদের জন্য মানুষের উন্মাদনা অনেক।’
এই কথা বলার পর সমালোচনার মুখে পড়ে গেছেন এই বর্ষীয়ান নেতা। তার এই বক্তব্যকে নারীবিদ্বেষী বলেও আখ্যা দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।