Image description
 

অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে একটি বিল পাস করেছে ইসরাইলের পার্লামেন্ট। ইসরাইলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে আরব বিশ্বসহ বিভিন্ন দেশ। এমনকি এর বিরোধিতা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন, ইসরাইল যদি পশ্চিম তীরকে সংযুক্ত করে তাহলে, যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে তেলআবিব। খবর বিবিসির।

 

টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাতকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি, পশ্চিম তীর ইসরাইলে সংযুক্ত হবে না।’

 

ইসরাইলের পার্লামেন্টে ফিলিস্তিনের পশ্চিম তীরকে সংযুক্ত করতে একটি বিল পাস হয়। বিলটি আইনে পরিণত হওয়ার জন্য আরো তিন ধাপে ভোট হবে।

ইসরাইলের এ পদক্ষেপের সমালোচনা করেছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিও।

ইসরাইল সফর শেষে ভ্যান্স এই পদক্ষেপকে ‘অত্যন্ত বোকা রাজনৈতিক কৌশল’ বলে অভিহিত করেছেন। এছাড়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্র রুবিও সতর্ক করে দিয়ে বলেন, পশ্চিম তীর সংযুক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনাকে হুমকির মুখে ফেলবে।

পার্লামেন্টে এই বিল অনুমোদনের মাধ্যমে রাজনৈতিক বিরোধীরা নেতানিয়াহু সরকারকে বিপত্তিতে ফেলতে চাইছে বলে মনে করে লিকুদ পার্টি। নেতানিয়াহু এই বিল পাসকে বিরোধীদের ইচ্ছাকৃত রাজনৈতিক উষ্কানিমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।