Image description
 
 

দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে যুক্তরাষ্ট্র ও ভারত একটি নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে পৌঁছেছে। চুক্তিটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৫–১৬ শতাংশে নামিয়ে আনবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘মিন্ট’।

 

বুধবার মিন্ট-এর প্রতিবেদনে তিনজন সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, জ্বালানি ও কৃষি খাত এই চুক্তির মূল কেন্দ্রবিন্দু। চুক্তির অংশ হিসেবে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি কমাতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

মঙ্গলবার ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূলত বাণিজ্য নিয়েই কথা বলেন। ট্রাম্প জানান, আলোচনায় জ্বালানি বিষয়ও ছিল, এবং মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি সীমিত করবে।

প্রধানমন্ত্রী মোদি এক্স (পূর্বে টুইটার)-এ ট্রাম্পের ফোন ও দীপাবলির শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে লিখেছেন, আলোকের এই উৎসবে আমাদের দুই মহান গণতন্ত্র যেন আশা জাগিয়ে রাখে এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে।

মিন্ট-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অংশ হিসেবে ভারত অ-জেনেটিকালি পরিবর্তিত ভুট্টা ও সোয়ামিল আমদানি বাড়াতে পারে। এছাড়া শুল্কহার ও বাজারে প্রবেশাধিকারের পর্যায়ক্রমিক পর্যালোচনার একটি প্রক্রিয়া চুক্তির অন্তর্ভুক্ত থাকতে পারে।

চূড়ান্ত চুক্তিটি এ মাসেই অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনে ঘোষণা করা হতে পারে বলে ধারণা দিয়েছে মিন্ট।