
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ ‘গণহত্যা ছাড়া কিছু নয়’। তিনি চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলের কঠোরভাবে সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং যারা গণহত্যা চালাচ্ছে তাদের যেন জবাবদিহি থেকে রেহাই না দেওয়া হয়। খবর আল জাজিরার।
শুরা কাউন্সিলের (কাতারের আইনসভা) উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে কাতারি আমির বলেন, দুঃখজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো ফিলিস্তিনি জনগণের বিপর্যয়ের ক্ষেত্রে সম্মান ও মানবাধিকার প্রয়োগে ব্যর্থ।
তিনি আরও বলেন, আমরা আবারও ফিলিস্তিনে ইসরায়েলের সব ধরনের লঙ্ঘন ও নিপীড়নের নিন্দা জানাই-বিশেষ করে গাজা উপত্যকাকে বসবাসের অযোগ্য করে তোলা, যুদ্ধবিরতি ভঙ্গ করা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণকে ইহুদিকরণের প্রচেষ্টা। শেখ তামিম জোর দিয়ে বলেন, গাজা উপত্যকা ফিলিস্তিনের ঐক্যবদ্ধ রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ।
এদিকে গাজার যুদ্ধবিরতি পরিকল্পনা পুনরায় কার্যকর করতে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন শীর্ষ দূত। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় এই যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রোববার এক ফিলিস্তিনির হামলায় দুই ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর ইসরায়েলের পাল্টা বিমান হামলায় অন্তত ২৮ জন ফিলিস্তিনি নিহত হন। এ ঘটনার পরও ইসরায়েল ও হামাস উভয়ই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি পরিকল্পনায় পুনরায় অঙ্গীকারবদ্ধ হয়েছে।