Image description

চীনের হাংঝো থেকে দক্ষিণ কোরিয়ার সিউলের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার চায়নার একটি যাত্রীবাহী বিমানে যাত্রীর লাগেজে থাকা লিথিয়াম ব্যাটারিতে হঠাৎ আগুন ধরে গেলে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়।

জানা যায়, গত শনিবার সকালে ফ্লাইট সিএ১৩৯ যখন আকাশে ছিল, তখন একটি ওভারহেড বগিতে রাখা যাত্রীর ব্যাগে থাকা লিথিয়াম ব্যাটারি হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে। এ সময় বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে যাত্রীদের ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানের কেবিনে ধোঁয়া ও আগুনের কু-লী বের হচ্ছে এবং যাত্রীরা কেবিন ক্রুদের সাহায্যের জন্য চিৎকার করছেন।

বিমান সংস্থার পক্ষ থেকে চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘ফ্লাইট সিএ১৩৯-এ ওভারহেড বিনে রাখা একজন যাত্রীর বহনযোগ্য লাগেজে একটি লিথিয়াম ব্যাটারি স্বতঃস্ফূর্তভাবে জ্বলে ওঠে। তবে সৌভাগ্যবশত, বিমানের দুইজন কেবিন ক্রু দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিমান সংস্থা জানায়, ‘ক্রুরা তাৎক্ষণিকভাবে নিরাপত্তা প্রটোকল অনুযায়ী কাজ করেছেন এবং কেউ আহত হননি।’
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি পরিকল্পিত গন্তব্য সিউলের ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঘুরিয়ে নিয়ে এসে চীনের সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

ফ্লাইটটির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এই পদক্ষেপের জন্য বিমান সংস্থাটি পরে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে।
এদিকে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) মতে, লিথিয়াম ব্যাটারি যদি ক্ষতিগ্রস্ত হয়, অতিরিক্ত গরম হয়, পানির সংস্পর্শে আসে, অতিরিক্ত চার্জ করা হয় বা ভুলভাবে প্যাক করা হয়, তাহলে তা তাপীয় পলাতকতা বা স্বতঃস্ফূর্ত আগুন ঘটাতে পারে।

লিথিয়াম ব্যাটারি সাধারণত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয়, যেমন- স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ই-রিডার, স্মার্টওয়াচ, ফিটনেস ট্র্যাকার এবং পোর্টেবল পাওয়ার ব্যাংক।

উল্লেখযোগ্যভাবে, অনেক বিমান সংস্থাই যাত্রীদের চেক-ইন লাগেজে লিথিয়াম ব্যাটারি বহন করতে নিষেধ করে থাকে, বিশেষ করে যেগুলি আনইনস্টল করা, যেমন-পাওয়ার ব্যাংক। টিএসএ স্পষ্টভাবে জানিয়েছে, যেকোনো আনইনস্টল করা লিথিয়াম ব্যাটারি চেক-ইন ব্যাগে রাখা সম্পূণরূপে নিষিদ্ধ।
বর্তমানে এয়ার চায়না বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে এবং পরবর্তী ফ্লাইটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।

সূত্র : পিপল ডটকম