Image description
 

হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। এ সময় জেডি ভ্যান্সসহ অন্যরা উপস্থিত ছিলেন

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধে শনিবার তৃতীয়বারের মতো হোয়াইট হাউসে বৈঠকে মিলিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প ও জেলেনস্কি দুই ঘণ্টাব্যাপী আলোচনা করেন। ওই সময় দুই দেশের উচ্চপদস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিল। সিএনএনকে কয়েকটি সূত্র জানিয়েছে বৈঠকটি ছিল উত্তপ্ত, স্পষ্ট এবং অস্বস্তিকর।

 

ট্রাম্প জেলেনস্কিকে স্পষ্ট ভাষায় বলেন, এই মূহূর্তে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে না যুক্তরাষ্ট্র। যেগুলো রাশিয়ায় আঘাত হানতে পারে। ট্রাম্পের এমন আভাস দেওয়ার পর ভলোদিমির জেলেনস্কিকে দৃশ্যত শূন্য হাতেই হোয়াইট হাউসের বৈঠক থেকে ফিরতে হয়েছে। খবর সিএনএন ও বিবিসির।
দুই ঘণ্টার বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে শান্তির আহ্বান জানিয়ে বলেছি যুদ্ধ এখনই থামাও। ফ্রন্টলাইনে থেমে যাও, সবাই ঘরে ফিরে যাও। হত্যাযজ্ঞ থামাও। ট্রাম্প আরও বলেছেন, তিনি শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে বৈঠক করবেন। ওই বৈঠক ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র কি ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা দেবে, নাকি শান্তিচুক্তির দিকে যাবে। তিনি বলেন- আমি মনে করি জেলেনস্কি শান্তি চান, পুতিনও চান। এখন তাদের একটু মিলেমিশে চললেই হয়। তবে জেলেনস্কি স্পষ্ট ভাষায় বলেছেন, যুদ্ধবিরতি সহজ নয়। আমরাও চাই যুদ্ধ থামুক, কিন্তু পুতিন তা চায় না। বৈঠকে জেলেনস্কি জানান, ইউক্রেনের হাতে হাজার হাজার ড্রোন আছে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলার জন্য। কিন্তু মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র দরকার। 
তিনি বলেন- আমাদের কাছে টমাহক নেই, তাই এগুলো দরকার। জবাবে ট্রাম্প বলেন, আমরা চাই না তোমাদের টমাহক প্রয়োজন হোক। আমরাও এগুলো নিজেদের সুরক্ষায় রাখতে চাই। বৈঠক শেষে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, আলোচনা ফলপ্রসূ ছিল। কিন্তু আমি বাস্তববাদী। যুক্তরাষ্ট্র এখন যুদ্ধের তীব্রতা বাড়াতে চায় না। তিনি আরও জানান, ট্রাম্প যেন পুতিনকে চাপ দেন যুদ্ধ থামাতে, সেটাই এখন তার প্রত্যাশা।

ট্রাম্পের শান্তির পথে অবস্থান ইউরোপীয় দেশগুলোতেও নতুন উদ্বেগ তৈরি করেছে। তারা আশঙ্কা করছে, ট্রাম্প হয়তো এমন একটি চুক্তি করবেন যা রাশিয়ার পক্ষে যেতে পারে। ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র বলেন, যদি এই আলোচনায় শান্তির সুযোগ থাকে, আমরা তা স্বাগত জানাই। বিশ্লেষকদের মতে, এই বৈঠক জেলেনস্কির প্রত্যাশামতো হয়নি।