ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে তার দেশ হামাসের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে। গতকাল সন্ধ্যায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
‘যুদ্ধবিরতি সাময়িক’ এবং ‘অভিযান এখনো শেষ হয়নি’ জানিয়ে নেতানিয়াহু বলেন, ‘আবার গাজায় হামলা চালানোর অধিকার ইসরাইলের রয়েছে। এটা যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উভয়েই সমর্থন করবেন। ইসরাইল ফের হামলা শুরু করলে সেটি হবে জোরালো বলেও উল্লেখ করেন নেতানিয়াহু টেলিভিশন বক্তব্যে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, হামাস বর্তমানে ‘সম্পূর্ণ নিঃসঙ্গ’। গতকাল সন্ধ্যার বক্তৃতার আগে নেতানিয়াহু বলেছিলেন, ‘জিম্মিদের মধ্যে কাদের মুক্তি দেয়া হচ্ছে, হামাসের সেই তালিকা আমাদের হাতে না আসা পর্যন্ত ইসরাইল যুদ্ধবিরতি করবে না। চুক্তির লঙ্ঘন সহ্য করা হবে না।’
ইসরাইলের বিভিন্ন সংবাদমাধ্যমে যুদ্ধবিরতির প্রথম ধাপে যে ৩৩ জিম্মিকে মুক্তি দেয়া হবে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু দেশটির সরকারি কর্মকর্তারা এখনো তালিকার বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি।