ফিলিস্তিনের গাজ্জা উপত্যকা নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে সেখানে সেনা পাঠাতে পারে আমেরিকা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন, গাজ্জা উপত্যকা দখল করবে যুক্তরাষ্ট্র এবং নিকট ভবিষ্যতেই তা ঘটবে।
এ সময় সাংবাদিকরা গাজ্জা দখলের জন্য সেখানে সেনা পাঠানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গাজার ক্ষেত্রে, যা প্রয়োজন হয়—আমরা করব। যদি এটির (সেনা পাঠানো) প্রয়োজন হয়, আমরা করব। আমরা ভূখণ্ডটিকে উন্নত করতে চাই এবং আমাদের দখলে আনতে চাই; এক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেসব নেওয়া হবে।
তিনি আরও বলেন, গাজ্জায় হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। ভূখণ্ডটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার পর সেটিকে ভূখণ্ডকে এমনভাবে আমরা পুনঃনির্মাণ করব যে, পুরো মধ্যপ্রাচ্য গাজ্জার জন্য গর্ব অনুভব করবে।
উল্লেখ্য, ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার ওয়াশিংটনে গিয়েছেন নেতানিয়াহু। যে সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব বক্তব্য দিয়েছেন, সেখানেও ট্রাম্পের পাশে উপস্থিত ছিলেন তিনি।