
ব্রেন ক্যানসারের চিকিৎসায় রেডিয়েশন ও কেমোথেরাপির যুগ হয়তো শেষের পথে! এক যুগান্তকারী আবিষ্কারে বিজ্ঞানীরা এমন একটি ক্যানসার ভ্যাকসিন তৈরি করেছেন, যা কোনো কেমোথেরাপি বা রেডিয়েশন ছাড়াই মারণ ব্রেন টিউমার সম্পূর্ণ নির্মূল করেছে— ক্লিনিক্যাল ট্রায়ালে পাওয়া গেছে অবিশ্বাস্য সাফল্য।
এই অত্যাধুনিক ভ্যাকসিন মানবদেহের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থাকে (immune system) ব্যবহার করে ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করে। ফলে এটি প্রচলিত চিকিৎসার মতো কষ্টকর নয়, বরং অনেক বেশি কার্যকর ও স্বস্তিদায়ক।
দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারকে সবচেয়ে জটিল ও মারাত্মক ক্যানসার হিসেবে বিবেচনা করা হয়— যেখানে রোগীর বেঁচে থাকার হার খুবই কম। কিন্তু নতুন এই ভ্যাকসিন সেই চিত্র পাল্টে দিচ্ছে। এটি শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে এমনভাবে প্রশিক্ষিত করে, যাতে তা শুধু ক্যানসার কোষ ধ্বংস করে, আর সুস্থ কোষ অক্ষত থাকে— কোনো ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।
বিশেষজ্ঞদের মতে, চলমান ট্রায়ালগুলো সফলভাবে শেষ হলে এটি ক্যানসার চিকিৎসায় এক নতুন যুগের সূচনা করবে— যেখানে থেরাপি হবে আরও কার্যকর, অথচ অনেক কম বিষাক্ত ও সহনীয়।
এই বিপ্লবী সাফল্য ক্যানসার চিকিৎসায় এক বিশাল আশার আলো দেখাচ্ছে— এমন এক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে, যেখানে চিকিৎসা শুধু ক্যানসারের সঙ্গে লড়বে না, বরং তাকে হার মানাবে।