Image description

বাতাসে ভাসছে অনেক কথা, যার মধ্যে অন্যতম একটি হলো ১২ অক্টোবরের মধ্যেই ইসরাইলে হামলা চালাতে পারে ইরান। কিন্তু তা কি সত্যি? ইরান কি এবার ইসরাইলে আক্রমণ চালিয়ে বিশ্বকে চমকে দেবে?

কারণ ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারম্যান জানিয়েছেন, যেকোনো সময় ইসরাইলে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। যদিও ইরানের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্নের সুযোগ কম, তবুও ইরানি হামলা প্রসঙ্গে কিছুটা অবজ্ঞাই রয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মাঝে। এই সুযোগকে কি কাজে লাগাতে পারবে তেহরান?

 

সাবেক প্রতিরক্ষামন্ত্রীর তীব্র সতর্কতা
যদিও ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধেই খানিকটা আঁচ করতে পেরেছিল ইসরাইল। তাই শেষ পর্যন্ত তাদের সহায়তা নিতে হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। পরে যুক্তরাষ্ট্রের ঘোষণায় শেষ হয় সেই যুদ্ধ। তবে যুদ্ধের অবসান হলেও ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি পশ্চিমাদের।

 

ইসরাইলের বেইতেনু দলের প্রধান এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিবারম্যান আইডিএফকে সতর্ক করে বলেন, "ইরানীরা কঠোর পরিশ্রম করছে। প্রতিদিন তারা প্রতিরক্ষা ও সামরিক দক্ষতা বাড়িয়ে চলেছে। তারা পারমাণবিক স্থাপনায় আবারও কাজে লেগেছে।"

লিবারম্যানের হুঁশিয়ারি: লিবারম্যান স্পষ্ট জানিয়েছেন, "যদি কেউ মনে করে যে ইরানের সাথে আমাদের সংঘাত শেষ হয়েছে, তবে তারা বোকার রাজ্যে বাস করছে। তারা বিভ্রান্তিতে রয়েছে। মনে হচ্ছে ইরানীরা এবার আমাদের অবাক করে দেবে।"

সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল।

'সুক্কত' উৎসবের মধ্যেই হামলার আশঙ্কা
ঠিক কোন দিন হামলা হতে পারে, সে বিষয়টি সম্পর্কে ইসরাইলিদের সতর্ক করে লিবারম্যান বলেন, ইহুদিবাদীদের ধর্মীয় উৎসব 'সুক্কত' দিবসের দিন সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। "পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান, তবে সাবধান থাকুন এবং সুরক্ষিত স্থানের কাছেই অবস্থান করুন।"

৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসবটি সাত দিন ধরে চলবে বলে জানা গেছে। অর্থাৎ, ১২ অক্টোবর শেষ হতে চলেছে এই উৎসবটি। লিবারম্যানের তথ্যমতে, ইসরাইলের ওপর ইরানের হামলা করার আর মাত্র দুই দিন সময় বাকি আছে।

আইডিএফের প্রতিক্রিয়া
যদিও লিবারম্যানের এমন আশঙ্কার বিষয়টি উড়িয়ে দিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, লিবারম্যান বাস্তবতা বিচ্ছিন্ন মনোভাব থেকেই এমন আশঙ্কার কথা জানিয়েছেন।