Image description

সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীরা ইসরায়েল থেকে ফেরার পর ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ভয়ংকর নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন। তাদের অভিযোগ, আটক থাকা অবস্থায় ইসরায়েলি নিরাপত্তারক্ষীরা তাদের সঙ্গে খুব খারাপ আচরণ ও নির্যাতন করেছে, তাদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ ও হাসি-ঠাট্টা করেছে, তাদের ঠিকমতো খাবারও দেয়া হয়নি, যার কারণে শৌচাগারের পানি পান করতে হয়েছে। এমনকি ইসরায়েলিদের বিরুদ্ধে অর্থ ও জিনিসপত্র চুরিরও অভিযোগ করেছেন তারা।

অধিকারকর্মীরা বলেন, তাদের ঘণ্টার পর ঘণ্টা থাকতে হয়েছে হাঁটুতে ভর দিয়ে, তাদের মারধর করা হয়েছে, তিন দিন ধরে তারা কিছু খেতে পাননি এবং শৌচাগারের পানিও খেয়ে থেকেছেন তারা।

সুমুদ ফ্লোটিলার যাত্রী ইতালীয় সাংবাদিক লরেনজো ডি’আগোস্তিনো বলেন, ‘আমার জিনিসপত্র ও অর্থকড়ি চুরি করেছে ইসরায়েলিরা।’ এর আগে তাকে শনিবার ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়।

তুরস্কে ইস্তাম্বুল বিমানবন্দরে নামার পর তিনি বার্তা সংস্থা এপিকে বলেন, ‘বন্দীদের দিকে বন্দুকের লেজার লাইট তাক করে ভয় দেখানোর চেষ্টা করেছেন ইসরায়েলি সেনারা। আটক কর্মীদের ওপর কুকুর লেলিয়ে দিয়েও ভয় দেখানো হয়েছে।’

এর আগে গাজায় অবরোধ ভাঙতে এবং গাজাবাসীদের ত্রাণ সরবরাহ করতে সমুদ্রে নৌকায় করে গাজার উদ্দেশে যাত্রা করেন শত শত অধিকারকর্মী। পরে গাজার কাছাকাছি গেলে গত বুধ থেকে শুক্রবারের মধ্যে ফ্লোটিলা নৌবহরে থাকা প্রায় ৪৫০ জনকে আটক করা হয়। পরে ধাপে ধাপে তাদের ছেড়ে দেয়া হয়।

রোববার ইতালির রোমে ফিরে অধিকারকর্মী চেজারে তোফানি বলেন, ‘আমাদের সঙ্গে ভয়ংকর ব্যবহার করা হয়েছে। ইতালির ইসলামিক কমিউনিটিজ ইউনিয়নের সভাপতি ইয়াসিন লাফরাম বলেন, ‘ আমাদের সঙ্গে সহিংস আচরণ করেছে তারা। আমাদের ওপর অস্ত্রও তাক করে ছিল। নিজেদের গণতান্ত্রিক দেশ বলে দাবি করা রাষ্ট্রের এমন আচরণ মেনে নেয়া যায় না।’

শনিবার রাতে ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করেন ইতালীয় সাংবাদিক সাভেরিও তোমাসি। এপিকে তিনি বলেন, ‘আটক অধিকারকর্মীদের ওষুধ দেননি ইসরায়েলি সেনারা এবং তাদের সঙ্গে বানরের মতো আচরণ করেছে তারা। প্রহরীরা আটক অধিকারকর্মীদের নিয়ে বিদ্রুপ ও হাসাহাসি করছিলেন।’

এছাড়া ইসরায়েলের নিরাপত্তারক্ষীদের খুবই নিষ্ঠুর আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন পাওলো ডি মোনটিস নামের আরেক অধিকারকর্মী। তিনি বলেন, ‘সব সময় মাথা নত রাখতে হতো। একজন লোক এসে আমার গায়ে ধাক্কা দিয়ে মাথার পেছনে থাপ্পড় মারল। তারা আমাদের বাধ্য করেছে হাঁটুতে ভর দিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে।’

মালয়েশিয়ার অভিনেত্রী ও গায়িকা দুই বোন হেলিজা হেলমি ও হাজওয়ানি হেলমিও ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ‘বর্বর’ ও ‘নিষ্ঠুর’ আচরণের অভিযোগ তুলেছেন।

ফ্লোটিলা থেকে আটক হওয়ার পর ছাড়া পাওয়া অধিকারকর্মীরা জলবায়ুবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে নির্যাতনের অভিযোগ করেছিলেন। তারা বলেছিলেন, গ্রেটাকে মাটিতে টেনেহিঁচড়ে নেওয়া হয়েছে এবং ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে। এছাড়া তাকে ব্যবহার করা হয়েছে মিথ্যা প্রচারণার কাজেও।

এদিকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, খারাপ আচরণের অভিযোগ মিথ্যা। বন্দীদের সব আইনি অধিকার রক্ষা করা হয়েছে বলে দাবি করেছে তারা। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং চরম ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির কারাগারে বন্দীদের সঙ্গে কঠোর আচরণ নিয়ে গর্ববোধ করছেন।

সূত্র: আল জাজিরা