মালয়েশিয়ার জোহর রাজ্যে বিশেষ অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল সকালে তিনটি আসবাবপত্র তৈরির কারখানায় এ অভিযান চালায় তারা। বেলা ১১টার দিকে অভিযান শুরু হলে, কিছু বিদেশী শ্রমিক পালানোর চেষ্টা করেন, তবে নিরাপত্তাকর্মীরা তাদের আটকে সক্ষম হন। আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশী তা জানানো হয়নি।
অভিযানের সময় দেখা যায়, শ্রমিকরা কারখানায় কাজ করছিলেন এ সময় তাদের কাজ বন্ধ করে পরিচয় যাচাই করা হয়। পাশাপাশি শ্রমিকদের থাকার জায়গাগুলো ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। দুইতলা ভবনের ওপরের তলায় অবস্থিত এই থাকার জায়গাগুলো মুরগির খাঁচার মতো অপরিষ্কার, দুর্গন্ধযুক্ত এবং ময়লায় পূর্ণ।
জেআইএমের জোহরের পরিচালক দাতুক মোহদ রুশদি মোহদ দারুস জানান, অভিযানে ২৪৪ জন বিদেশী শ্রমিকের পরিচয় পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনকে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে।
আটকদের মধ্যে মিয়ানমার, বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিকরা রয়েছেন। আট নারীকে অতিরিক্ত সময় থাকা এবং বৈধ নথি না থাকার অভিযোগে আটক করা হয়েছে।