Image description

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলের অব্যাহত হামলার কড়া সমালোচনা করেছেন। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতির পক্ষেও বক্তব্য দেন তিনি। একইসঙ্গে ইসরাইলের সব নীতিতে একমত না হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু হতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আয়ার‌ল্যান্ডের ডাবলিনে এক অনুষ্ঠানে বারাক ওবামা বলেন, এরইমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে আরও গুঁড়িয়ে দেয়ার কোনো সামরিক যুক্তি নেই।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ আমরা যারা সহিংসতার সঙ্গে সরাসরি যুক্ত নই তাদের এটা বলা গুরুত্বপূর্ণ যে, এই মুহূর্তে শিশুদের অনাহারে থাকতে দেয়া যেতে পারে না।

ওবামার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, গাজায় যে মানবিক সংকট চলছে তা উপেক্ষা করা অগ্রহণযোগ্য এবং উভয় পক্ষকে এমন একটি সমাধানের পথ খুঁজে বের করতে হবে যেখানে একটি নিরাপদ ইসরাইলের পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র এবং স্বায়ত্তশাসন বিদ্যমান থাকবে।

গাজা যুদ্ধ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্টের এমন বিরল মন্তব্য এমন সময় এল, যখন নিউইর্য়কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই সংঘাত নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে জটিল সম্পর্কের কথা উল্লেখ করে ওবামা বলেন, আমরা সব সময় সব বিষয়ে একমত ছিলাম না।

তিনি বলেন, দুঃখজনকভাবে, অনেক সময় নেতৃত্ব এবং রাজনীতিবিদরা এমন একটি স্বার্থপর সম্পর্ক বজায় রাখেন যে এটা শুধু ‘আমরা বনাম তারা’। কারণ এতে তাদের ক্ষমতায় টিকে থাকা সহজ হয়। এটা একটি প্রলোভনমূলক খেলা। আমি আমার প্রেসিডেন্সির সময় লক্ষ্য করেছি আমি ওই অঞ্চলে জনপ্রিয় ছিলাম না, কারণ আমি তাদেরকে এ ব্যাপারে সমালোচনা করতাম। ফলত: আমি এবং ইসরাইলের তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু ছিলাম না।

শুক্রবার জাতিসংঘের অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের শুরুতে অনেক দেশের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ বর্জন করেন। বক্তব্যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ায় কড়া প্রতিক্রিয়া দেখান নেতানিয়াহু।

শীর্ষনিউজ