
কানাডা ও মেক্সিকো ঘোষণা করেছে, তারা আগামী সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২০ সালের USMCA (United States-Mexico-Canada Agreement) পর্যালোচনার সময় আরও ঘনিষ্ঠ সমন্বয় এবং সহযোগিতা করবে।
বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মেক্সিকো সফরে গিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম-এর সঙ্গে বৈঠক করেন। তারা অর্থনীতি ও নিরাপত্তা বিষয়ক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।
দুই নেতাই যৌথ সংবাদ সম্মেলনে জানান, তারা দেশের মধ্যে সম্পর্ক আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনপক্ষীয় বাণিজ্য অংশীদারিত্বে অটল থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
শেইনবাম বলেন, “মেক্সিকো ও কানাডা পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে একসাথে কাজ চালিয়ে যাবে। সহযোগিতা হলো যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলার পথ।”
কার্নি বলেন, “উত্তর আমেরিকা বিশ্ব অর্থনীতির অনুকরণীয়। এটি সম্ভব হয়েছে কানাডা-মেক্সিকোর বাণিজ্য সহযোগিতার কারণে। আমি পূর্ণ আস্থা রাখি যে আমরা প্রতিযোগিতা ও সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সমন্বয় করতে পারব।”
দুই নেতা স্পষ্ট করেছেন, ট্রাম্পের সঙ্গে আলাদা বাণিজ্য চুক্তি নিয়ে তারা প্রতিযোগিতায় নেই। কার্নি বলেন, “আমরা একসাথে এগিয়ে যাব।”
মেক্সিকো ও কানাডো ট্রাম্পের বাণিজ্যযুদ্ধে লক্ষ্যবস্তু হয়েছে। কানাডার স্টিলে ৫০% শুল্ক আর মেক্সিকোর কিছু ফার্মাসিউটিক্যাল পণ্যে ২৫% শুল্ক আরোপ করা হয়েছে। মেক্সিকোতেও ২৫% “ফেন্টানাইল শুল্ক” আরোপ করা হয়েছে।
মেক্সিকো ও কানাডো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ও দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৪ সালে মেক্সিকো ও কানাডোর মধ্যে বাণিজ্য মূল্যমান ছিল ৪০.৫ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে কানাডার সঙ্গে মার্কিন বাণিজ্য ৯২৪.৪ বিলিয়ন ডলারের বেশি।
কার্নির মেক্সিকো সফর হলো সর্বশেষ ৮ বছরে কোনো কানাডীয় প্রধানমন্ত্রী মেক্সিকো সফরের প্রথম। কর্মকর্তারা সম্পর্ক চমৎকার উল্লেখ করেছেন, তবে আরও ঘনিষ্ঠ করার সম্ভাবনা রয়েছে।