Image description

নেপালের সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের পরিবার জানিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা নিহতদের লাশ গ্রহণ করবেন না। বিক্ষোভে হতাহতদের পরিবারের সদস্যরা ‘অধিকার আদায়ে সংগ্রাম কমিটি’ গঠন করেছেন এবং রোববার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারি বাসভবনের সামনে প্রতিবাদ করেন।

নিহতদের পরিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে লিখিত প্রতিশ্রুতি চান। কামাল সুবেদি জানান, শনিবার তারা প্রধানমন্ত্রীর সঙ্গে একটি মৌখিক চুক্তিতে পৌঁছেছেন, কিন্তু লিখিত নিশ্চয়তা প্রয়োজন।

পরিবারগুলো দাবি করছে, গত ৮-৯ সেপ্টেম্বরের বিক্ষোভে নিহত সবাইকে শহীদ ঘোষণা করতে হবে এবং শেষকৃত্যের সময় রাষ্ট্রীয় সম্মান প্রদানের পাশাপাশি তাদের পরিবারের জন্য সচিব পর্যায়ের সমপরিমাণ পেনশনসহ আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দায়িত্ব গ্রহণের পর নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছিলেন। তবে পরিবারগুলো মনে করছে, আত্মত্যাগের যথাযথ স্বীকৃতির জন্য আরও ব্যাপক পদক্ষেপ নেওয়া উচিত।

শীর্ষনিউজ