Image description
 

কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এছাড়া উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে বিবৃতিতে দিয়েছে ইসরাইলের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য। খবর আল জাজিরার।

 

ফ্রান্স ও যুক্তরাজ্যের তৈরি বিবৃতিতে কাতারের প্রতি সংহতি প্রকাশ করা হয়। হামাসের হাতে থাকা ইসরাইলি জিম্মিদের মুক্তি এবং গাজায় যুদ্ধ ও দুর্ভোগের অবসানকে সর্বোচ্চ অগ্রাধিকার হয় বিবৃতিতে। তবে বিবৃতিতে ইসরাইলের নাম উল্লেখ করা হয়নি।

 

যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবে জাতিসংঘে তার মিত্র ইসরাইলকে বরারই রক্ষা করে থাকে। তবে এবার কাতারে হামলায় অসন্তোষ প্রকাশ করেছে ওয়াশিংটন।


জাতিসংঘে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া বলেছেন, ‘কাতার একটি সার্বভৌম দেশ, যারা শান্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কঠোর পরিশ্রম করছে এবং সাহসের সাথে ঝুঁকি নিচ্ছে। এমন একটি দেশের অভ্যন্তরে একতরফা বোমা হামলা ইসরাইল বা যুক্তরাষ্ট্রের লক্ষ্য পুরণ করবে না।’

তবে এই হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইসরাইলের জিম্মিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোন প্রশ্ন তোলা ঠিক হবে না বলেও মিনে করেন তিনি।


বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আগে এ বিবৃতিতে দেওয়া হয়। এমন সময় এ বিবৃতি এলো যখন গাজা সিটিতে সামরিক হামলার তীব্র আক্রমণ তীব্র করেছে ইসরাইল। যার ফলে দুই লাখের বেশি মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

কাতারে মঙ্গলবার ইসরাইলের হামলায় পাঁচজন হামাস সদস্য নিহত হয়। তবে তাদের নেতারা হামলা থেকে বেঁচে গেছেন বলে জানিয়েছে হামাস। ওই এই হামলায় কাতারের নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও নিহত হন। গাজা যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা চলাকালে এ হামলা চালায় ইসরাইল।