
বকাবকি/গালাগালির দিন শেষ। পুরনো আমলের খেস্তি-খেউর আর চলবে না বলে মন্তব্য করেছেন, সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন শিশির মনির।
শিশির তার পোস্টে বলেন, বকাবকি/গালাগালির দিন শেষ। পুরনো আমলের খেস্তি-খেউর আর চলবে না। বিকল্প ব্যবস্থা [Alternative] দিতে হবে। কাজ করার প্রতিশ্রুতি দিলেই হবে না। করে দেখাতে হবে।
পোস্টের শেষে উল্লেখ করেন সময় পাল্টে গেছে ভাই।