Image description

আগ্রাসন চালানোর পর ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে রাজধানী কিয়েছে মন্ত্রিপরিষদ ভবনে আগুন ধরে গেছে। ভয়াবহ সেই অগ্নিশিখা গ্রাস করেছে ভবনটির বৃহৎ অংশ। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে আছে একজন মা ও তার শিশু। আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। এ খবর দিয়ে অনলাইন গার্ডিয়ান বলেছে, শুধু মন্ত্রিপরিষদ ভবনই নয়, আগুন ছড়িয়ে পড়েছে বহু ভবনে। এ নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে। নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার ভোরে ইউক্রেনে সারা দেশে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। ওডেসা, খারকিভ, দনিপ্রো, জাপোরিঝঝিয়া ও ক্রিভি রিহ শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

 

কিয়েভের মন্ত্রিপরিষদ ভবনের ছাদ ও উঁচু তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেঙ্কো বলেছেন, আমরা ভবন পুনর্নির্মাণ করব, কিন্তু হারানো প্রাণ আর ফিরবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাকে ইচ্ছাকৃত অপরাধ আখ্যা দিয়ে বলেন, এভাবে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। অথচ অনেক আগেই বাস্তব কূটনীতি শুরু হতে পারত। তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে শক্ত প্রতিক্রিয়ার প্রত্যাশা প্রকাশ করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়ার তেল যেসব দেশ কিনবে তাদেরকে শাস্তি দেয়া হবে। তবে এ পর্যন্ত কেবল ভারতকে মাধ্যমিক পর্যায়ের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, মস্কো ৮০৫টি ড্রোন, নয়টি ইস্কান্দার-কে ক্রুজ মিসাইল ও চারটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে।

এর মধ্যে ৭৪৭টি ড্রোন ও চারটি ক্রুজ মিসাইল ইউক্রেন ধ্বংস করেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, একজন নারী ও তার শিশু ড্রোন বিস্ফোরণের আঘাতে রাস্তায় ছিটকে পড়ে নিহত হয়েছেন। আরেক বৃদ্ধা আশ্রয়কেন্দ্রে মারা গেছেন। আরও কয়েকটি আবাসিক ভবন ধ্বংস বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার রাশিয়ার হামলাকে কাপুরুষোচিত আক্রমণ বলে অভিহিত করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে ফোনালাপে জেলেনস্কি আন্তর্জাতিক প্রতিক্রিয়া সমন্বয়ের কথা জানিয়েছেন। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ইউরোপ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে নিষেধাজ্ঞায় যোগ দেয় তবে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়বে। ওডেসা, জাপোরিঝঝিয়া, সুমি ও ক্রেমেনচুকে বেসামরিক অবকাঠামো ও আবাসিক ভবনে হামলা হয়েছে। সুমি অঞ্চলে এক শিশুসহ আহত হয়েছেন অনেকে। জাপোরিঝঝিয়ায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে রুশ সূত্র বলছে, ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের ইলস্কি তেল শোধনাগারে আগুন লাগে, যদিও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়।