
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন দিয়েছে হোয়াইট হাউস। একই সঙ্গে আরও বিভিন্ন পদে নানা দেশে ভিন্ন ভিন্ন ব্যক্তিকে মনোনয়ন দিয়ে তা পাঠানো হয়েছে মার্কিন সিনেটে। এতে বলা হয়েছে সিনিয়র ফরেন সার্ভিসের ক্যারিয়ার সদস্য ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি ভার্জিনিয়া রাজ্যের। এ বিষয়ক এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ-প্রতিনিধি হিসেবে অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লিনিপোটেনশিয়ারি পদমর্যাদা ও মর্যাদাসহ মনোনয়ন দেয়া হয়েছে ট্যামি ব্রুস’কে। তিনি ক্যালিফোর্নিয়ার। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উপ-প্রতিনিধি হিসেবে এবং অতিরিক্ত কোনো পারিশ্রমিক ছাড়াই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
ওদিকে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লিনিপোটেনশিয়ারি হিসেবে ভারতে মনোনয়ন দেয়া হয়েছে সার্জিও গোর’কে। তিনি ফ্লোরিডার। সিনিয়র ফরেন সার্ভিসের ক্যারিয়ার সদস্য (মিনিস্টার-কাউন্সেলর শ্রেণি), যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লিনিপোটেনশিয়ারি হিসেবে বাহরাইনে মনোনয়ন দেয়া হয়েছে ফ্লোরিডার স্টেফানি হ্যালেট’কে। সিনিয়র ফরেন সার্ভিসের ক্যারিয়ার সদস্য (কাউন্সেলর শ্রেণি), যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লিনিপোটেনশিয়ারি হিসেবে জর্ডানে মনোনয়ন দেয়া হয়েছে আইওয়ার জেমস হোল্টসনাইডার’কে। মিসৌরির উইলিয়াম লং’কে মনোনয়ন দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লিনিপোটেনশিয়ারি হিসেবে আইসল্যান্ডে। নিউ ইয়র্কের স্টিফেন মিরান’কে যুক্তরাষ্ট্র ফেডারেল রিজার্ভ সিস্টেমের বোর্ড অব গভর্নর্স-এর সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। তিনি ১লা ফেব্রুয়ারি ২০১২ থেকে শুরু হওয়া ১৪ বছরের অসমাপ্ত মেয়াদের জন্য কাজ করবেন। মিসিসিপির রবার্ট পি. চেম্বারলিনকে মনোনয়ন দেয়া হয়েছে যুক্তরাষ্ট্র ডিস্ট্রিক্ট বিচারক হিসেবে (নর্দার্ন ডিস্ট্রিক্ট অব মিসিসিপি)। আলাবামার এডমন্ড জি. লাকুর জুনিয়রকে মনোনয়ন দেয়া হয়েছে যুক্তরাষ্ট্র ডিস্ট্রিক্ট বিচারক হিসেবে (নর্দার্ন ডিস্ট্রিক্ট অব আলাবামা)। আলাবামার বিল লুইসকে বিচারক হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মিডল ডিস্ট্রিক্ট অব আলাবামায়। দেলাওয়ারের জেনিফার লি মাসকটকে মনোনয়ন দেয়া হয়েছে যুক্তরাষ্ট্র সার্কিট বিচারক হিসেবে (তৃতীয় সার্কিট)। মিসিসিপির জেমস ডি. ম্যাক্সওয়েল ওও’কে মনোনয়ন দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রেরনর্দার্ন ডিস্ট্রিক্ট অব মিসিসিপির বিচারক হিসেবে।
অন্যদিকে আলাবামার হ্যারল্ড ডি. মুটি ওওও’কে মনোনয়ন দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নর্দার্ন ডিস্ট্রিক্ট অব আলাবামা’র বিচারক হিসেবে। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার স্টিফেন এফ. রিকার্ডকে মনোনয়ন দেয়া হয়েছে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার সুপিরিয়র কোর্টের অ্যাসোসিয়েট বিচারক হিসেবে। পনের বছর মেয়াদের জন্য তাকে এই মনোনয়ন দেয়া হয়। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এলানা এস. সুটেনবার্গ’কে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার সুপিরিয়র কোর্টের অ্যাসোসিয়েট বিচারক হিসেবে পনের বছর মেয়াদের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার জন কুয়ং ট্রুয়ং’কে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার সুপিরিয়র কোর্টের অ্যাসোসিয়েট বিচারক হিসেবে পনেরো বছর মেয়াদের জন্য মনোনয়ন দেয়া হয়েছে।