Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু হয়েছে—গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এমন গুজব ছড়িয়ে পড়ে। এক্স ছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, বিষয়টি তাঁর জানা ছিল না। তবে গণমাধ্যমগুলো এ খবর প্রচার করায় তিনি তীব্র সমালোচনা করেন।

ট্রাম্প বলেন, ‘এ কারণেই সংবাদমাধ্যমগুলোর গ্রহণযোগ্যতা কমছে। আমি তো দেখিইনি যে বিষয়টা ট্রেন্ড করেছে। ব্যাপারটা একেবারেই অদ্ভুত।’

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করেন, ‘সপ্তাহের শেষ দিকে আপনার মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেন্ড তৈরি হয়। শনিবার সকাল পর্যন্ত এ নিয়ে ১৩ লাখ ব্যবহারকারী আলোচনা করেছেন।’

জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি? আমি জানিই না। আসলে গত সপ্তাহে আমি অনেক সংবাদ সম্মেলন করেছি, সবই সফল ছিল। দুই দিন কোনো সম্মেলন না করায় হঠাৎ করেই বলা হলো আমার কিছু একটা হয়েছে।’

এ সময় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, ‘বাইডেন তো মাসের পর মাস সামনে আসতেন না। অথচ কেউ বলেনি তাঁর কিছু হয়েছে। অথচ সবাই জানত, তিনি তখন দারুণ ফিট ছিলেন।’

নিজের সক্রিয়তার কথা উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ‘আমি অনেক সাক্ষাৎকার দিয়েছি, শোতে অংশ নিয়েছি, ট্রুথ সোশ্যালে পোস্ট করেছি। এমনকি পোটোম্যাক নদীর পাশে নিজের ক্লাবেও অনেকের সঙ্গে দেখা করেছি।’

তিনি বলেন, ‘আমার মৃত্যুর খবর পুরোপুরিই ভুয়া। এতটাই ভুয়া যে এই কারণেই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে।’

সংবাদসূত্র: ফক্স নিউজ