
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতির দায়িত্বে থাকা এই নেতা নিখোঁজ হন।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে দলটির মনোনয় প্রত্যাশী হিসাবে মাঠ পর্যায়ে গণসংযোগ করে আসছিলেন।
সুনামগঞ্জ জেলার জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা, সমমনা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকমীরা যুগান্তরকে জানান, দীর্ঘদিন ধরে মাওলানা মুশতাক রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। হঠাৎ করে উনার নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারসহ রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
বুধবার রাতে গাজী নগরীর পরিবারের সদস্যরা যুগান্তরকে জানান, গেল মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার শান্তিগঞ্জের গাজীনগর নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে কোনোরকম যোগাযোগ বা তার ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।
শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, প্রখ্যাত আলেম গাজীনগরী নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জানান, গাজীনগরীর সন্ধানে পুলিশের একাধিক টিমসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।