Image description

ইউরোপীয়ান ইউনয়নের (ইইউ) অন্তর্ভুক্ত নয় এমন দেশের জন্য সম্পত্তি কেনার ওপর শতভাগ কর আরোপের পরিকল্পনা করছে স্পেন। বিশেষ করে বৃটেনের নাগরিকরা নতুন এই পরিকল্পনার আওতাধীন হবে বলে জানিয়েছে দেশটি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, এই পরিকল্পনার ঘোষণা দিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজে বলেন, দেশের আবাসন খাতের জরুরি অবস্থা মোকাবেলায় এমন ‘অভূতপূর্ব’ পদক্ষেপের প্রয়োজন। এ বিষয়ে ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে পশ্চিমা দেশগুলো। বিশেষ করে এর ফলে দেশগুলোতে ধনীক এবং দরিদ্র শ্রেণীর মধ্যে বিশাল ব্যবধান তৈরি হয়েছে বলে মনে করছেন স্পেনের প্রধানমন্ত্রী। মাদ্রিদের অনুষ্ঠিত একটি অর্থনৈতিক ফোরামে কথা বলার সময় এসব কথা বলেন তিনি। সেখানে পেদ্রো সানচেজ বলেছেন, বিদেশীরা স্পেনে বাস করতে বাড়ি কিনছেন বিষয়টি এমন নয়, তারা এখান থেকে প্রচুর আয় করতে চান।

একটি পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০২৩ সালে অ-ইউরোপীয় দেশগুলো স্পেনে প্রায় ২৭ হাজার বাড়ি কিনেছেন। এর মাধ্যমে যে সামাজিক ঘাটতি তৈরি হচ্ছে তা মেনে নেয়া অসম্ভব বলে মন্তব্য করেছেন তিনি। তাই ক্রয় করা বাড়িগুলোতে নিজ মালিকরা বসবাস করছে কিনা সে বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই নতুন পরিকল্পনা বাস্তবায়ন করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী সানচেজ। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে কীভাবে কাজ করছে তার সরকার সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি। সংসদে এ নিয়ে কখন বিল উত্থাপন করা হবে সে বিষয়েও কিছু জানননি সানচেজ। কেননা সংসদে বিল পাসে সংখ্যাগরিষ্ঠতার মতামত পেতে লড়াই করছে তার দল। তবে খুব সতর্কতার সঙ্গে ব্যাপক বিশ্লেষেণের পর সংসদে এ সংক্রান্ত বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছে তার সরকার।