
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার সাধারণ পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বললেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) বিশ্বজনীন শাসন ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলবে।
মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজ্যারিক বলেন, “মহাসচিব সাধারণ পরিষদের এই সিদ্ধান্তকে উষ্ণভাবে স্বাগত জানাচ্ছেন। দুটি নতুন উদ্যোগ গঠনের মাধ্যমে জাতিসংঘে AI-র শাসন ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী হবে।”
নতুন দুটি উদ্যোগ হলো: UN Independent International Scientific Panel on AI এবং Global Dialogue on AI Governance। এদের উদ্দেশ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা গ্রহণের পাশাপাশি এর ঝুঁকি সঠিকভাবে মোকাবিলা করা। ডুজ্যারিক জানান, “Global Dialogue on AI Governance জাতিসংঘের একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে রাষ্ট্র, বিজ্ঞানী ও অন্যান্য অংশীদাররা AI সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবে।”
Scientific Panel on AI হবে এক ধরনের সেতুবন্ধন, যা উদ্ভাবনী AI গবেষণা ও নীতি নির্ধারণকে একত্রিত করবে। প্যানেলটি স্বাধীন বৈজ্ঞানিক মূল্যায়নের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদীয়মান চ্যালেঞ্জ বুঝতে সাহায্য করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার শাসনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক হবে।
মুখপাত্রের তথ্য অনুযায়ী, মহাসচিব শীঘ্রই Scientific Panel-এর জন্য মনোনয়নের খোলা আহ্বান জানাবেন। এই প্যানেল ২০২৬ সালে জেনেভা এবং ২০২৭ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত Global Dialogue on AI Governance-এ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবে।
গুতেরেস সকল অংশীদারকে এই ঐতিহাসিক উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিতে আহ্বান জানিয়েছেন এবং বলছেন, “চলুন একসাথে এমন একটি ভবিষ্যত গড়ি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির কল্যাণে কাজ করবে।”
এই উদ্যোগ AI-এর নিরাপদ ও সুবিধাজনক ব্যবহার নিশ্চিত করতে এবং বৈশ্বিক পর্যায়ে বিজ্ঞান ও নীতিনির্ধারণের মধ্যে সংযোগ স্থাপন করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।