Image description
 

ইসরাইলের চলমান আক্রমণের কারণে ফিলিস্তিনি জনগণ ‘সবচেয়ে ভয়াবহ নিপীড়ন এবং গণহত্যার’ মুখোমুখি হচ্ছে। এটা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এ কারণে স্বীকৃত দ্বি-রাষ্ট্র সমাধানের প্রচেষ্টা দুর্বল হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। সোমবার ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর একটি জরুরি মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফারহান বলেন, ‘ইসরাইলের অব্যাহত আগ্রাসন ও লঙ্ঘনের কারণে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আন্তর্জাতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।’ তিনি জানান, সৌদি আরবের কূটনৈতিক প্রচেষ্টার ফলে আরও অনেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে এগিয়ে আসছে।

তিনি ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরবের অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

যুদ্ধবিরতির ওপর জোর দিয়ে ফয়সাল বলেন, ‘গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানো।’

ওআইসির এই বৈঠকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান সামরিক আগ্রাসন ও মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। আন্তর্জাতিক সহায়তা ও চাপ প্রয়োগের মাধ্যমে অবিলম্বে একটি টেকসই সমাধানের আহ্বান জানানো হয়।