Image description

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমেরিকা চায় তেহরান যেন তাদের প্রতি ‘অনুগত’ থাকে, তবে ইরানের জনগণ কখনও এই ধরনের ‘গুরুতর অপমান’ মেনে নেবে না।

রোববার (২৪ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিন এক ধর্মীয় অনুষ্ঠানে খামেনি বলেন, ‘তারা চায় ইরান আমেরিকার প্রতি অনুগত হোক। কিন্তু ইরানি জাতি তাদের সমস্ত শক্তি দিয়ে এই ভুল প্রত্যাশার বিরুদ্ধে দাঁড়াবে।’

তিনি বলেন, ‘যারা আমাদের আমেরিকার বিরুদ্ধে স্লোগান না দিতে বলে, তারা বাস্তবতা বোঝে না। এই সমস্যাটি এখনও অমীমাংসিত।’

তার এই বক্তব্য এসেছে এমন সময়, যখন ইরান ও ইউরোপীয় দেশগুলো পারমাণবিক আলোচনায় ফের বসতে সম্মত হয়েছে। ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি আলোচনা ব্যর্থ হয়, তবে তারা জাতিসংঘের নিষেধাজ্ঞা ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় কার্যকর করতে পারে।

খামেনির মতে, শত্রুরা ইরানে বিভাজন সৃষ্টি করতে চায় এবং তিনি ‘আমেরিকা ও ইহুদিবাদী শাসনের এজেন্টদের’ এই ষড়যন্ত্রের জন্য দায়ী করেন।

তিনি ইরানিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান; যাতে বিদেশি হস্তক্ষেপ ব্যর্থ হয়।