Image description

চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্র পাভেল বলেছেন, গাজা যুদ্ধ নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর নীতির কারণে তেলআবিবের প্রতি সমর্থন বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। আজ (বৃহস্পতিবার) রেডিও প্রাগ ইন্টারন্যাশনালকে তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

 

তিনি বলেন, ‘গাজায় ইসরাইলের সবশেষ কর্মকাণ্ডকে সমর্থন জানানো খুবই কঠিন।’ সেইসঙ্গে, গাজায় ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের ওপর চাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন চেক প্রেসিডেন্ট।

 
  

প্রেসিডেন্ট পাভেল বলেন, তার নিজের অবস্থান প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালার সরকার থেকে আলাদা। চেক প্রধানমন্ত্রী ফিয়ালা এরআগে বলেছিলেন, তিনি ইসরাইলকে নিঃশর্ত সমর্থন করেন।

তবে প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, ‘এই মতবিরোধ কোনো বড় বিভেদ নয়, কেবল মন্ত্রিসভা নেতানিয়াহুর সমালোচনা করতে অনিচ্ছুক।’

গাজার মানবিক পরিস্থিতিকে ‘অস্থিতিশীল’ বলে অভিহিত করে পাভেল বলেন, তিনি আগামী সপ্তাহে ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের সাথে নির্ধারিত ফোনালাপে বিষয়টি উত্থাপন করবেন।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল গাজায় ৬২ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। সামরিক অভিযানের ফলে গাজা উপত্যকা ধ্বংস হয়ে গেছে। ইসরাইলি অবরোধে দুর্ভিক্ষের মুখোমুখি সেখানকার বাসিন্দারা।

 

বৃহস্পতিবার ভোর থেকে পুরো গাজা দখলে অভিযান শুরু করেছে দখলদার ইসরাইলি বাহিনী। ইসরাইল জানিয়েছে, গাজা সিটির বৃহত্তম নগর কেন্দ্র দখলের জন্য পরিকল্পিত আক্রমণের প্রথম ধাপ শুরু হয়েছে। গাজায় ইসরাইলি হামলা এবং অনাহারে কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এরআগে ইসরাইলি সেনাবাহিনী জানায়, গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকা হবে। এরপরপরই এই হামলা চালানো হলো।

 

আরএ