
কক্সবাজারে এক মার্কিন নাগরিককে যৌন হয়রানির ঘটনায় তারিকুল ইসলাম (২২) নামের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) কক্সবাজারের বিজ্ঞ আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তারিকুল ইসলাম বর্তমানে কারাগারে আছেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ১০ মার্চ ২০২৫ কক্সবাজার পৌরসভাধীন হিলটপ সার্কিট হাউজ সড়কে ওই মার্কিন নাগরিক যৌন হয়রানির শিকার হন। ঘটনার পরপরই কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ছয় ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়।
সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন।
প্রসঙ্গত, জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার কক্সবাজার সফরের কয়েক দিন আগে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুততম সময়ে যেকোনো অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ।