Image description
 

যাত্রাবাড়ী থানার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এফ এম শরিফুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. হুমায়ুন কবীর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিকে এম জাকির হোসেন জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

কারাগারে যাওয়ার সময় আসামি শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হয়ে এ দেশের জন্ম হয়েছে। এ দেশে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে।

 

এরপর তাকে পুলিশ কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার বিকেলে তাকে ওয়ারী থেকে গ্রেপ্তার করা হয়।

 

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৩ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন এলাকায় মো. পলাশ হোসেন গুলিবিদ্ধ হন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২০ এপ্রিল ভুক্তভোগী পলাশ নিজে বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ৯০ জনকে আসামি করা হয়। এ মামলায় ৩১ নং এজাহারনামীয় আসামি হলেন শরিফুল।