Image description

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কৃষি খাত সম্প্রতি বড় সাফল্য দেখিয়েছে। দেশীয়ভাবে উৎপাদিত গমের হার এখন প্রয়োজনীয় চাহিদার ৬০ শতাংশে পৌঁছেছে। ২০০টি কারখানা এবং নিকটবর্তী চূর্ণকেন্দ্রের মাধ্যমে দেশীয় উৎপাদন বাড়ানো হয়েছে, যা তালেবান সরকারের জন্য কৃষি খাতে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে ধরা হচ্ছে।

আফগানিস্তানের অর্থনৈতিক উপমন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তান বর্তমানে তার প্রয়োজনীয় গমের ৬০ শতাংশ দেশীয়ভাবে উৎপাদন করছে।

সোমবার (১৮ আগস্ট) সংবাদমাধ্যম আরটিএ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উপমন্ত্রণালয় জানায়, দেশে গম উৎপাদনের জন্য ২০০টি কারখানা কার্যক্রম চালাচ্ছে। এই ২০০ কারখানার মাধ্যমে বছরে এক মিলিয়ন টন গম উৎপাদিত হয় এবং বাকি অংশ নিকটবর্তী আটা চূর্ণকেন্দ্র (জারন্দো) দ্বারা প্রস্তুত করা হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের বার্ষিক প্রয়োজন প্রায় ছয় মিলিয়ন টন গম, যার মধ্যে ৩.৫ মিলিয়ন টন দেশীয়ভাবে উৎপাদিত হয়।

উপমন্ত্রণালয় আরও জানায়, ইমারাতে ইসলামিয়া গম উৎপাদন খাতকে শক্তিশালী ও সমর্থন করার লক্ষ্যে বিদেশ থেকে গম আমদানির শুল্ক কমিয়েছে, দেশ থেকে গম পাচার বন্ধ করেছে এবং প্রতি বছর গমের ফসল কাটার সময় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত গম নির্দিষ্ট মূল্যে কিনে আমিরাতের সিলোগুলি ও গুদামে সংরক্ষণ করে, যা প্রয়োজনে বাজারে সরবরাহ করা হয়।

সূত্র: আরটিএ