Image description
 

সম্প্রতি পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্তসহ নানা ইস্যুতে ভারতের উত্তেজনা বাড়ছে। কাশ্মীর নিয়ে পাকিস্তান এবং লাদাখ ও অরুণাচল নিয়ে ভারতের রাতের ঘুম হারাম করে ফেলেছে পাকিস্তান ও চীন। এই পরিস্থিতিতে উপমহাদেশের দুই পরাশক্তির কাছে কোণঠাসা হয়ে পড়েছে ভারত। এর মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন।

 

একদিকে পাকিস্তান ও অন্যদিকে চীনের আগ্রাসী মনোভাবের কারণে তীব্র নিরাপত্তা সংকটে রয়েছে ভারত। প্রশ্ন উঠছে, পাকিস্তান ও চীনের মতো পরমাণু শক্তিধর দেশকে কিভাবে মোকাবেলা করবে ভারত। নয়া দিল্লির হাতেও পরমাণু বোমা থাকলেও তার পাল্লা খুব বেশি নয়। আর পাকিস্তান ও চীনের সঙ্গে যুদ্ধ বাধলে নিঃসন্দেহে তাদের পাশে দাঁড়াবে ওই জুটির অন্যতম মিত্র রাশিয়া। পুতিন বাহিনী তাদের দূরপাল্লার পরমাণুবাহী মিসাইল দিয়ে ভারতকে ধুলাই মিশিয়ে দিলেও ভারতের করার কিছু থাকবে না।

অতিরিক্তভাবে, অনিশ্চয়তায় দুলতে থাকা বৈশ্বিক রাজনীতির মোড় যেকোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে। তাই মিত্র ভাবা যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশগুলোও যেকোনো সময় ভারতের জন্য হুমকি হয়ে উঠতে পারে। বিশ্বব্যাপী উত্তেজনা বাড়ায় অনেক দেশ তাদের সামরিক শক্তি আধুনিকায়ন ও সম্প্রসারণ করছে। এর মধ্যে দূরপাল্লার মিজাইল সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এগুলো প্রতিরক্ষা এবং শক্তি প্রদর্শনের প্রধান হাতিয়ার। বর্তমানে হাতে গোনা মাত্র পাঁচটি দেশ রয়েছে যারা পৃথিবীর যে কোনও জায়গায় মিসাইল দিয়ে আঘাত হানতে সক্ষম। কিন্তু এই তালিকায় নাম নেই ভারতের। এই কারণেই দেশটি দুশ্চিন্তায় রয়েছে।

 

মিসাইল প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে থাকা দেশ হলো রাশিয়া। দেশটির হাতে রয়েছে আরএস-২৮ সারমেট আন্তমহাদেশীয় ব্যালস্টিক মিজাইল, যার রেঞ্জ প্রায় ১৮,০০০ কিলোমিটার এবং বিশ্বের যেকোন স্থানে আঘাত হানতে সক্ষম। এছাড়াও বুড়ে বেস্তনিক নামে আরেকটি পরমাণু শক্তিচালিত ক্রুজ মিজাইল রয়েছে, যার পরিসীমা অসীম বলে দাবি করে রাশিয়ার পুতিন বাহিনী। যুক্তরাষ্ট্রের হাতে থাকা মিনুটম্যান থ্রি মিসাইলের রেঞ্জ ১৩,০০০ কিলোমিটারের বেশি। এছাড়াও যুক্তরাষ্ট্রের পরমাণু সাবমেরিন বিশ্বের যেকোনো জায়গা থেকে হামলা চালাতে পারে। চীনের জিএফটি মিসাইলের রেঞ্জ ১২,০০০–১৫,০০০ কিলোমিটার, যার মাধ্যমে বিশ্বের যেকোনো স্থানে হামলা চালানো সম্ভব। তাই চীনকে এতটা ভয় পায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বিশ্বের যেকোনো স্থানে হামলা চালাতে সক্ষম চতুর্থ পরাশক্তি হলো ব্রিটেন, আর পঞ্চম দেশ ফ্রান্স। এছাড়াও উত্তর কোরিয়ারও কিছু দূরপাল্লার মিসাইল রয়েছে, যেগুলো অনেক দূর পৌঁছাতে পারে।

 

ভারত বর্তমানে মিজাইল সক্ষমতায় বিশ্বের সপ্তম স্থানে রয়েছে। ভারতের হাতে থাকা আগ্নিভি মিজাইল সর্বোচ্চ ৫,০০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। তবে এই রেঞ্জ দিয়ে পৃথিবীর যেকোনো স্থানে হামলা করা সম্ভব নয়। তুলনামূলকভাবে, পাকিস্তানের হাতে থাকা শাহীন থ্রি মিসাইলের পাল্লা ২,৯০০ কিলোমিটার।