
হোয়াইট হাউসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের ৪ জুলাই এই বিশেষ ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে ডানা হোয়াইট সিবিএস মর্নিংস-এ বলেন, ‘এটি অবশ্যই হতে যাচ্ছে।’ এ মাসের শেষের দিকে প্রেসিডেন্ট এবং তার কন্যা ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত পরিকল্পনা করা হবে।
সাধারণত ইউএফসি লড়াই হাজার হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন বড় এরেনায় হয়, যেখানে খেলার মাঝখানে থাকে আটকোণা বিশেষ খাঁচা ‘অক্টাগন’। হোয়াইট হাউসের প্রাঙ্গণেও খাঁচা তৈরি হবে এবং এতে সর্বোচ্চ ২৫ হাজার দর্শক বসতে পারবেন।
এ লড়াই আয়োজনের পরিকল্পনা এমন এক সময়ে এলো, যখন সিবিএস মালিকানাধীন প্যারামাউন্ট সম্প্রতি ইউএফসি লড়াই সম্প্রচারে ৭ বছরের জন্য ৭.৭ বিলিয়ন ডলারের চুক্তি করেছে।