Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর ভারতজুড়ে   মার্কিন পণ্য বয়কটের ডাক দেয়া হয়েছে। দেশটির সোশ্যাল মিডিয়া ও মাঠপর্যায়ে মার্কিন পণ্য বয়কটের ডাক জোরালো হয়েছে। ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, অ্যামাজন ও অ্যাপল-এর মতো বিখ্যাত মার্কিন কোম্পানিগুলো এ বয়কটের লক্ষ্যবস্তু হয়েছে। খবর রয়টার্সের।

বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত বহুদিন ধরেই মার্কিন ব্র্যান্ডগুলোর গুরুত্বপূর্ণ বাজার। এই কোম্পানিগুলো এখানকার উচ্চবিত্ত ও মধ্যবিত্ত ভোক্তাদের লক্ষ্য করে দ্রুত বিস্তার লাভ করেছে, যারা আন্তর্জাতিক ব্র্যান্ডকে সমাজে উন্নতির প্রতীক হিসেবে দেখে থাকেন।

মেটার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর দিক থেকে ভারত বৃহত্তম বাজার, এবং ডোমিনোজ পিৎজা ভারতে অন্য যেকোনো দেশের চেয়ে বেশি রেস্তোরাঁ পরিচালনা করে। কোকা-কোলা, পেপসি’র মতো পানীয়গুলো দোকানে আধিপত্য বিস্তার করেছে, এবং নতুন অ্যাপল স্টোর বা স্টারবাকস খোলার দিনেও ভিড় লক্ষ্য করা যায়।

রয়টার্স বলছে, যদিও এখন পর্যন্ত বিক্রিতে সরাসরি প্রভাবের ইঙ্গিত নেই, তবুও ক্রমেই বাড়ছে ‘স্থানীয় কিনুন, বিদেশি ছাড়ুন’ আন্দোলন, যা মূলত ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে গড়ে উঠেছে।

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের কোনো জবাব দেয়নি ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, অ্যামাজন ও অ্যাপল কর্তৃপক্ষ।

ওয়াও স্কিন সায়েন্সের সহ-প্রতিষ্ঠাতা মানীষ চৌধুরী লিংকডইনে একটি ভিডিও বার্তায় বলেন, “হাজার হাজার মাইল দূরের পণ্যের জন্য আমরা লাইনে দাঁড়াই। বিদেশি ব্র্যান্ডে গর্বের সঙ্গে খরচ করি, অথচ নিজেদের পণ্যের জন্য আমাদের নির্মাতারা নিজেদের দেশেই সংগ্রাম করে।”

তিনি আহ্বান জানান যেন ‘মেইড ইন ইন্ডিয়া’কে বৈশ্বিক উন্মাদনায় পরিণত করার এবং দক্ষিণ কোরিয়া থেকে শিক্ষা নেওয়া হয়, যার খাদ্য ও প্রসাধনী সামগ্রী সারা বিশ্বে জনপ্রিয়।

ড্রাইভ ইউ-এর সিইও রাহম শাস্ত্রী বলেন, “চীনের মতো ভারতেরও নিজস্ব টুইটার, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক থাকা উচিত।’

রবিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “ভারতীয় প্রযুক্তি কোম্পানিগুলো বিশ্বজুড়ে পণ্য তৈরি করছে, এখন আমাদের ভারতের প্রয়োজনকে আরও অগ্রাধিকার দেওয়া উচিত।”

যদিও তিনি কোনো নির্দিষ্ট কোম্পানির নাম নেননি।

এদিকে যখন মার্কিন পণ্যবিরোধী আবেগ বাড়ছে, তখন টেসলা দিল্লিতে তাদের দ্বিতীয় শোরুম উদ্বোধন করেছে, যেখানে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বদেশি জাগরণ মঞ্চের বয়কট ডাক

বিজেপি-ঘনিষ্ঠ স্বদেশি জাগরণ মঞ্চ রবিবার দেশজুড়ে ছোট ছোট জনসভা ও মিছিলের মাধ্যমে মার্কিন ব্র্যান্ড বয়কটের ডাক দেয়।

সহ-আহ্বায়ক অশ্বিনী মহাজন বলেন, “মানুষ এখন ভারতীয় পণ্যের দিকে ঝুঁকছে। ফল পেতে সময় লাগবে। এটি জাতীয়তাবাদ ও দেশপ্রেমের আহ্বান।”

তিনি হোয়াটসঅ্যাপে একটি বিকল্প ভারতীয় পণ্যের তালিকাও শেয়ার করেছেন, যাতে সাবান, টুথপেস্ট ও ঠান্ডা পানীয়ের দেশীয় নাম উল্লেখ রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় তাদের প্রচারের অংশ হিসেবে ‘বিদেশি ফুড চেইনের বয়কট’ নামক একটি গ্রাফিক ছড়ানো হয়েছে, যেখানে ম্যাকডোনাল্ডসসহ একাধিক রেস্টুরেন্ট ব্র্যান্ডের লোগো রয়েছে।

তবে সকলেই যে এই আন্দোলনের সঙ্গে একমত, তা নয়। উত্তরপ্রদেশের লখনউ শহরের ম্যাকডোনাল্ডসে কফি খেতে আসা রজত গুপ্ত (৩৭) বলেন, ‘আমি ৪৯ রুপির কফি খাচ্ছি, ভালো লেগেছে। শুল্ক বিষয়টি কূটনৈতিক আর আমার কফিকে সেখানে টেনে আনা উচিত নয়।’

শীর্ষনিউজ