Image description

গাজা দখল করে নেয়ার ইসরাইলি পরিকল্পনায় ক্ষোভে ফুঁসছে খোদ ইসরাইলের জনগণ। জিম্মি ও নিখোঁজ ব্যক্তিদের একটি ফোরাম ইসরাইলের এমন পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে। ইসরাইলের ভেতরে তারা প্রতিবাদ বিক্ষোভও করছেন। 

 

জিম্মি ও নিখোঁজ পরিবারের একটি ফোরাম শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার গাজা সিটি দখলের প্রস্তুতি নেয়ার সিদ্ধান্ত কার্যত ‘জীবিত জিম্মিদের জন্য মৃত্যুদণ্ড এবং নিহত জিম্মিদের জন্য চিরতরে হারিয়ে যাওয়ার একটি রায়। মুক্তি পাওয়া জিম্মিরাও এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন, জিম্মিদের হাতে আর সময় নেই। 

ফ্যামিলি ট্যুর প্যাকেজ

প্রায় ছয় মাস আগে হামাসের বন্দিদশা থেকে একটি চুক্তির অংশ হিসেবে মুক্তি পাওয়া ওহাদ বেন লিখেছেন, আমরা জানতে পেরেছি, মন্ত্রিসভা গাজা দখলের অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যা আমাদের প্রিয়জনদের জীবনের ঝুঁকি বাড়াবে। তিনি জানান, তিনি এবং অপর এক সাবেক জিম্মি ইয়াইর হর্ন শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাট্জের কফার আহিম বসতিতে অবস্থিত বাসভবনের সামনে বিক্ষোভ করেন। ফোরামের বিবৃতিতে এ সিদ্ধান্তকে জিম্মিদেরকে আনুষ্ঠানিকভাবে ত্যাগ করার ঘোষণা বলা হয়েছে। যা সামরিক নেতৃত্বের সতর্কবার্তা এবং ইসরাইলি জনগণের সংখ্যাগরিষ্ঠের স্পষ্ট ইচ্ছাকেও সম্পূর্ণ উপেক্ষা করেছে। তারা জোর দিয়ে বলেন, ইসরাইলের ইতিহাসে এমন কোনো সরকার ছিল না, যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে এত দৃঢ়ভাবে কাজ করেছে। এই সরকারের আমলে হলোকাস্টের পর থেকে ইহুদি জনগণের জন্য সবচেয়ে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। বৃহস্পতিবার রাতে আরেকটি বিপর্যয়ের সূচনা করেছে তারা। তবে এখনো দেরি হয়ে যায়নি।

তাদের মতে, জিম্মিদের ফেরানোর একমাত্র উপায় হলো একটি পূর্ণাঙ্গ চুক্তি। আর কোনো অর্থহীন যুদ্ধ নয়। আর কোনো সচেতনভাবে ত্যাগ নয়। ইসরাইলের জনগণ এই বিপজ্জনক পথ বন্ধ করতে পারে এবং অবশ্যই করা উচিত। 

বিরোধী নেতা ইয়াইর লাপিদ বলেছেন, এ সিদ্ধান্ত একটি বিপর্যয়, যা আরও বহু বিপর্যয়ের জন্ম দেবে। তার মতে, অতি-ডানপন্থী মন্ত্রী ইতমার বেন-গভির ও বেজালেল স্মোটরিচ নেতানিয়াহুকে এমন এক পথে টেনে নিয়েছে, যা জিম্মিদের মৃত্যু, বহু সৈন্যের প্রাণহানি, ইসরাইলি করদাতাদের কয়েক দশক বিলিয়ন শেকেল খরচ এবং রাজনৈতিক পতন ডেকে আনবে। লাপিদ আরও বলেন, এটাই হামাস চেয়েছিল- উদ্দেশ্যহীনভাবে ইসরাইলকে এক দখলকৃত ভূখণ্ডে ফাঁদে ফেলে রাখা, যেখানে অবস্থানের অর্থ কেউই বোঝে না। ডেমোক্র্যাট পার্টির নেতা ইয়াইর গোলান বলেছেন, মন্ত্রিসভার বৃহস্পতিবার রাতের সিদ্ধান্ত, যা সেনাবাহিনীর প্রধানের মতামতের বিপরীতে গৃহীত হয়েছে, প্রজন্মের পর প্রজন্মের জন্য এক মহাবিপর্যয়। এটি জিম্মিদের জন্য এবং অন্যান্য শোকাহত পরিবারের জন্য মৃত্যুদণ্ডের সমান। তিনি আরও যোগ করেন, আমাদের সন্তান ও নাতি-নাতনিরা এখনো গাজার গলিতে টহল দেবে এবং আমরা বছরের পর বছর শত শত বিলিয়ন শেকেল খরচ করব- সবই রাজনৈতিক টিকে থাকা ও মেসিয়ানিক কল্পনার কারণে। গোলান সরকারবিরোধী আন্দোলন জোরদারের আহ্বান জানিয়ে বলেন, এ সরকারকে পতন ঘটানোই জীবন বাঁচাবে।