Image description

পাকিস্তানের জাতীয় সংসদ থেকে নির্বাচনি কমিশন (ইসিপি) আলোচিত ৯ মে মামলায় পিটিআই নেতা-নেত্রীদের অযোগ্য ঘোষণা করার পর দলটির তিন শীর্ষ সংসদীয় পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

 

পাকিস্তানি সংমাধ্যম জিও নিজের প্রতিবেদন সূত্রে জানা যায়, বিরোধীদলের নেতা ওমর আয়ুবকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পার্লামেন্টারি নেতা ও উপপরিষদীয় নেতা পদে থাকা জারতাজ গুল ও আহমদ চাঠারের পদও শূন্য ঘোষণা করা হয়েছে।

ইসিপি গত মাসে ফয়সালাবাদের বিশেষ সন্ত্রাসবিরোধী আদালতে ৯ মে মামলার রায়ের পর পিটিআই সংসদ সদস্যদের চিহ্নিত করেছে। ওই রায়ে মোট ১৮৫ আসামির মধ্যে ১০৮ জনকে দোষী সাব্যস্ত করা হয়। ৭৭ জনকে খালাস দেওয়া হয়েছে, যাদের মধ্যে ছিলেন সাবেক ফেডারেল মন্ত্রী ফাওয়াদ চৌধুরী, জাইন কুরেশী এবং খায়াল কাস্ত্রো।

জাতীয় সংসদের স্পিকার এই অযোগ্য ঘোষণা সংসদে জানিয়েছেন এবং নতুন বিরোধীদলীয় নেতার নির্বাচনের জন্য বিরোধীদলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

এছাড়া, পিটিআই সমর্থিত প্রার্থীদের বাকি শূন্য পদগুলোর জন্য নতুন মনোনয়ন জমা দিতে হবে।

ওমর আয়ুবকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির ফাইন্যান্স উপকমিটি থেকেও সরানো হয়েছে।

জাতীয় সংসদ ১৫টি স্থায়ী কমিটির সদস্যপদও তুলে নিয়েছে, যা আগে সাতজন অযোগ্য ঘোষিত পিটিআই নেতার দখলে ছিল।

সাহিবজাদা হামিদ রাজাকে মানবাধিকার স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে এবং জারতাজ গুল ওই কমিটির সদস্যপদ থেকে বাদ পড়েছেন।

এছাড়া রাই হাসান নওয়াজকে রেলওয়ে স্থায়ী কমিটির চেয়ারপারসন পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।