Image description
 

কক্ষে তোশক বিছানো। এক তরুণী সেই তোশক তুলতেই দেখা যায় কিলবিল করছে সাপ। তবে আশ্চর্যের বিষয় হলো, ওই তরুণী ভয় পাননি। তিনি সাপগুলোকে সরিয়ে বিছানা পরিষ্কার করে দেন। যাতে সাপগুলো আবার আরাম করে ঘুমাতে পারে।

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে চীনে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়- একটি মাঝারি আকারের ঘরের মধ্যে দুটি ছোট বিছানা প্রস্তুত করা। এক তরুণী ধীরে ধীরে সেই ঘরে ঢোকেন। ঢুকেই একটি বিছানার তোশক টান দিয়ে তুলে ফেলেন।

 

সঙ্গে সঙ্গে তোশকের নিচ থেকে কিলবিল করে বেরিয়ে আসে অনেকগুলো সাপ। তবে সাপগুলোকে দেখে বিন্দুমাত্র ভয় পাননি তিনি। নির্ভয়ে বিছানা পরিষ্কার করেন। এ সময় সাপগুলো ঘরের চারদিকে ঘুরে বেড়াতে থাকে।

 
 

ভিডিও দেখে নেটিজেনরা বিস্ময় প্রকাশ করেছেন। ভিডিওটি বিস্ময়কর হলেও চীনে এটি খুবই সাধারণ বিষয়। কারণ তাদের দেশে এভাবে সাপ চাষ করা হয় এবং সাপের থাকার জন্য বিছানা তৈরি করে দেওয়া নিয়ন্ত্রিত পদ্ধতির অংশ।