Image description
 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারো টেলিফোনে কথা বলেছেন।সোমবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

 

 ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, ফোনালাপটি বর্তমানে চলমান। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভও এই আলাপের সত্যতা নিশ্চিত করেছেন।

এই নিয়ে সাম্প্রতিক সময়ে দুজনের মধ্যে দ্বিতীয়বারের মতো ফোনালাপ হলো। এর আগে গত সপ্তাহে সিরিয়া ও ইরান ইস্যুতে আলোচনা করেন দুই নেতা।

তবে আজকের ফোনালাপ নিয়ে ইসরাইল বা রাশিয়া— কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি।

 

 

এদিকে কূটনৈতিক সূত্র জানায়, আসন্ন সপ্তাহেই রাশিয়া সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তাস বার্তা সংস্থা জানিয়েছে, ৬ আগস্ট (বুধবার) তার মস্কো পৌঁছানোর কথা রয়েছে।

একাধিক মার্কিন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, উইটকফ এই সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে রাশিয়া যেতে পারেন।

বিশ্লেষকরা মনে করছেন, সিরিয়া-ইরান ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং গাজা যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়া, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক যোগাযোগ উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পাচ্ছে।