
লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তোবরুকের উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও কমপক্ষে ৫০ অভিবাসী।
মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য জানিয়েছে।
আইওএম বলেছে, তোবরুক উপকূলে নৌকাডুবির ওই ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার কবলে পড়া এই অভিবাসীরা কোন দেশের নাগরিক তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
মিসর সীমান্তের কাছাকাছি অবস্থিত লিবিয়ার তোবরুক একটি উপকূলীয় শহর। ২০১১ সালে ন্যাটো-সমর্থিত গণঅভ্যুত্থানে মোয়াম্মার আল-গাদ্দাফির পতনের পর থেকে ইউরোপগামী অভিবাসীদের জন্য অন্যতম প্রধান ট্রানজিট পথ হয়ে উঠেছে লিবিয়া। সূত্র: আল-আরাবিয়া, রয়টার্স