
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের মধ্যাঞ্চলে স্থানীয় সময় গতকাল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় এক বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্দেহভাজন বন্দুকধারী ‘আত্মঘাতী’ হয়েছেন।
এই ঘটনার পর নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক্স (টুইটার) পোস্টে জানান, একজন পুলিশ কর্মকর্তাকে ‘আঘাত’ করা হয়েছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। যদিও নিউইয়র্ক পুলিশের মুখপাত্র এই বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করেননি। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলটি এখন পুলিশ নিয়ন্ত্রণে রেখেছে। ঘটনাস্থল ছিল ৩৪৫ পার্ক এভিনিউ এবং ইস্ট ফিফটি ওয়ান স্ট্রিট। এ ঘটনায় একমাত্র সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন, তবে তার নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
পুলিশ কমিশনার জেসিকা টিসচ এক্সে পোস্টে জানিয়েছেন, ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সন্দেহভাজন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী একজন নারী নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, একটি অফিস ভবনে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন,‘আমি তখন পাশেই ছিলাম। তিনি (বন্দুকধারী) একের পর এক ফ্লোরে ঘুরছিলেন।’ প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির একটি কার্যালয়ে ঘটেছে।
ঘটনাস্থলে বেশ কিছু অ্যাম্বুলেন্স আনতে এবং আকাশে পুলিশ হেলিকপ্টার উড়তে দেখা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিক এবং উৎসুক জনতাকে সরিয়ে দেয়। ম্যানহাটানের এই এলাকা বেশ কয়েকটি পাঁচ তারকা হোটেল এবং বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে।