Image description

ভারত-শাসিত কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা ও ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, হামলাকারীরা দেশীয় সন্ত্রাসীও হতে পারে। সরকার ও এনআইএ এখন পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি।

চিদাম্বরমের এ বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। সরকার দাবি করছে, হামলাকারীরা পাকিস্তানের নাগরিক এবং ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করেছে।

অপারেশন ‘সিন্দুর’ ঘিরেও সরকারের স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ করেন চিদাম্বরম। তার মতে, যুদ্ধে উভয় পক্ষেই ক্ষয়ক্ষতি হয় এবং তা গোপন না করে প্রকাশ করা উচিত। তিনি প্রশ্ন তোলেন, সরকার সংসদে এ বিষয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে কেন।

 

তথ্যসূত্র : এনডিটিভি