Image description

ভারতের রাজস্থানের জামওয়াড়ামগড় গ্রামের বাসিন্দা তরুণ পারেক। সদ্য বিবাহের পর স্ত্রীর বিলাসবহুল চাহিদা পূরণ করতে না পেরে চুরির পথ বেছে নেন। তিনি নিয়মিত জয়পুর যেতেন চুরি করতে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করতেন যাতে কারও মনে কোনো সন্দেহ না হয়।

তরুণ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং তিনি একজন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (BBA) স্নাতক। কিন্তু বিয়ের কয়েক দিনের মধ্যেই স্ত্রীর চাপে চাকরি ছেড়ে দিয়ে চুরি করা শুরু করেন। বিয়ের এক মাসের মাথায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, স্ত্রীর ক্রমবর্ধমান আর্থিক চাহিদা ও বিলাসী জীবনের জন্য তরুণ অপরাধের পথে নামেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তার স্ত্রী নিয়মিতভাবে টাকা এবং দামি জিনিসের জন্য চাপ দিচ্ছিলেন। এই চাপ সামলাতে না পেরে তরুণ তার চাকরি ছেড়ে দেন এবং অপরাধে জড়িয়ে পড়েন।

সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এক বয়স্ক নারীর গলা থেকে স্বর্ণের হার ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনি জড়িত ছিলেন। দুপুর বেলায় জনবহুল এলাকায় এ ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তরুণের গতিবিধি ট্র্যাক করে এবং শুক্রবার তাকে গ্রেপ্তার করে।

এখন পুলিশ তরুণকে জিজ্ঞাসাবাদ করছে—সে কতগুলো অপরাধ করেছে, তার সঙ্গে কেউ জড়িত ছিল কি না এবং তার স্ত্রী এসবের কিছু জানতেন কি না, তা জানার চেষ্টা চলছে।