Image description

দেশে বর্তমানে ক্রান্তিকাল চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “যদি ঐক্য থাকে তাহলে সবকিছুতেই সফলতা সম্ভব।”

রোববার রাজধানীর মহাখালী ব্রাক সেন্টারে আয়োজিত ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

বিএনপি গণতান্ত্রিক বাংলাদেশ চায় উল্লেখ করে দলের মহাসচিব আরো বলেন, “গণতন্ত্রের উত্তরণের মাধ্যমে সকল সমস্যা সমাধান সম্ভব।” 

মির্জা ফখরুল বলেন, “আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। গণঅভ্যুত্থানের মাধ্যমে সুযোগ হয়েছে নতুন দেশ বিনির্মাণ করার। যদি ঐক্য থাকে তাহলে সবকিছুতেই সফলতা সম্ভব।”

তিনি বলেন, “আমরা ৫২’র ভাষা আন্দোলনে সফল হয়েছি, ৭১ এর মুক্তিযুদ্ধে জয়লাভ করেছি, ৯০ এর স্বৈরাচার হটিয়েছি। এরপর ২৪ সালের ৫ আগস্ট ভয়াবহ দানবীয় সরকার উৎখাত করেছি। বিএনপি বিশ্বাস করে জনগণ চাইলে সবকিছুই সম্ভব। আমরা জনগণের প্রতিনিধিত্ব করতে চাই।”

ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। গণতন্ত্রের উত্তরণের মাধ্যমে সকল সমস্যা সমাধান সম্ভব। বর্তমান যেসব সংস্কার নিয়ে আলোচনা চলছে তার প্রায় সবই অনেক আগে বিএনপি প্রস্তাব দিয়েছে।”

শীর্ষনিউজ