যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন, এমন ঘোষণা দিয়েছেন।আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পদে দায়িত্ব নেবেন। তার আগেই বিষয়টি জানিয়েছেন ট্রাম্প।ফক্স নিউজ জানাচ্ছে, ট্রাম্প সম্প্রতি সাংবাদিকদের বলেছেন এ কথা। ট্রাম্পের ভাষ্য, ‘তিনি (পুতিন) সাক্ষাৎ করতে চান এবং আমরা এটি আয়োজন করছি। তিনি তা প্রকাশ্যেও বলেছেন, এবং আমাদের এই (ইউক্রেনীয় সংঘাত) সমাধান করতে হবে।’
যুক্তরাষ্ট্র ও রাশিয়া বহু দিন ধরেই শীতল সম্পর্ক বজায় রেখেছে একে অপরের সঙ্গে। ঠিক এই সময়ে দুই পক্ষের এই সাক্ষাতের খবর বিস্ময়ের জন্ম দিয়েছে খানিকটা।
এখানেই শেষ নয়। ট্রাম্প জানান, পুতিন ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে।ট্রাম্প এর আগেও পুতিনের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি তখন জানিয়েছিলেন যে এটি তার দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে হতে পারে।এখন ক্ষমতায় আসার আগেই তিনি জানালেন এই বৈঠকের প্রস্তুতির কথা। এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠকের অনুরোধ জানায়নি।