
মিয়ানমারের জান্তা সরকার ও এর মিত্রদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেকটা নীরবেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘একজন সত্যিকারের দেশপ্রেমিক’ হিসেবে প্রশংসার পরপরই এমন ঘোষণা এলো। সম্প্রতি ট্রাম্পকে নিয়ে ওই মন্তব্য করেন জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং। ১১ জুলাই এমন প্রশংসা করে ট্রাম্পকে চিঠি লেখে জান্তা সরকার। মূলত, মিয়ানমারের ওপর আরোপিত ৪০ শতাংশ শুল্ক কমানোর অনুরোধ করে ওই চিঠি পাঠানো হয়েছিল। এতে বলা হয়, শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মিয়ানমার সমঝোতার জন্য প্রস্তুত।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জান্তা ঘেঁষা চার ব্যক্তি ও তিন কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। তবে ওই আদেশে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে চরম উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে, এমন সিদ্ধান্ত মিয়ানমারকে ঘিরে মার্কিন প্রশাসনের নীতিতে পরিবর্তনকে ইঙ্গিত করে। জান্তা সরকার ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে এবং মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় জড়ায়।