
ইসরাইলের সঙ্গে সম্প্রতি সমাপ্ত ১২ দিনের যুদ্ধে ইরানের বিজয়গাঁথা তুলে ধরে এবং ভবিষ্যৎ প্রস্তুতির বার্তা দিয়ে শুক্রবারের খুতবায় ইরানের বিশিষ্ট ধর্মীয় নেতা আবু তোরাবি ফেরদ বলেন, আরেকবার যুদ্ধ বাঁধলে ইসরাইলের সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড চূর্ণ হয়ে যাবে।
তিনি বলেন, শত্রুর আগ্রাসনের প্রথম মুহূর্ত থেকেই ইরানি জনগণ যে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অতুলনীয়। আমরা ঐক্য, জ্ঞান, বিশ্বাস ও নৈতিকতার মাধ্যমে এ শক্তিকে রক্ষা করব।
আবু তোরাবি ফেরদ জানান, হিব্রু, আরব ও পশ্চিমা ভাষার ২০টিরও বেশি সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ যুদ্ধ ছিল তেল আবিবের ইতিহাসে অন্যতম জটিল কৌশলগত চ্যালেঞ্জ। ইরানি হামলায় ইসরাইল প্রায় ৩০ থেকে ৩৫ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে, যা দেশটির জিডিপির ৮ শতাংশের সমান।
তিনি আরও বলেন, যদিও ইরানি বাহিনী এখনো সম্পূর্ণ প্রস্তুত, তবু ইসরাইল এরইমধ্যে বুঝে গেছে—পরবর্তী কোনো ভুল পদক্ষেপ তাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলবে।
উল্লেখ্য, ১৩ জুন শুরু হওয়া এ যুদ্ধ চলেছিল ১২ দিন। ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানার পর, ইরান পাল্টা জবাবে ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ চালায়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অধিকৃত অঞ্চলের বহু শহরে ক্ষয়ক্ষতি হয়।
যুক্তরাষ্ট্রও এই লড়াইয়ে অংশ নেয় ২২ জুন, যখন তারা ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান কাতারের মার্কিন ঘাঁটি আল-উদেইদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হলে এ সংঘাত সাময়িকভাবে বন্ধ হয়।
সূত্র: মেহের নিউজ